‘আইএস যোদ্ধাদের মলমূত্র পরিষ্কার করেছি’
>>
Published: 02 Dec 2014 11:56 AM BdST Updated: 02 Dec 2014 11:56 AM BdST
ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দেয়ার ইচ্ছা নিয়ে মধ্যপ্রাচ্য থেকে ঘুরে আসা এক ভারতীয় যুবক জানিয়েছেন, কমান্ডাররা তাকে ভৃত্য হিসেবে কাজ করতে বাধ্য করেছেন।
প্রায় ছয়মাস ইরাকে থাকার পর শুক্রবার আরিব মাজিদ (২৩) মুম্বাইয়ে ফিরে আসার পর গ্রেপ্তার হন।
ভারতীয় কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের জবাবে মাজিদ এসব কথা বলেছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
তার কমান্ডাররা তাকে লড়াইয়ের ময়দানে যাওয়ার উপযুক্ত মনে করেননি বরং তাকে দিয়ে মলমূত্র পরিষ্কারের মতো কাজ করিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ওই প্রতিবেদনে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মজিদ বলেছেন, তিনি ও তার তিন বন্ধু প্রশিক্ষণ গ্রহণ করার সময় ভারতীয়রা শারীরিকভাবে দুর্বল, এই সিদ্ধান্ত নেন আইএস কমান্ডাররা।
বারবার বলা সত্বেও তাকে লড়াই করার সুযোগ দেয়া হয়নি, এর বদলে তাকে টয়লেট পরিষ্কার, যোদ্ধাদের পানি সরবরাহের কাজ করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
“সেখানে কোনো পবিত্র লড়াই হচ্ছে না, ধর্মগ্রন্থের কোনো উপদেশও অনুসরণ করা হচ্ছে না। সেখানে আইএস যোদ্ধারা অনেক নারীকে ধর্ষণ করছে,” মাজিদ এমনটি বলেছেন বলে দাবি করেছেন এনআইএ’র কর্মকর্তারা।
তিনদিন কাজে উপস্থিতি না হওয়ায় মাজিদকে গুলিতে আহত করা হয় এবং এতে তার লড়াই করার আকাঙ্ক্ষা দুর্বল হয়ে যায়।

ভারতে যারা তাকে ও তার তিনবন্ধুকে উদ্ধুদ্ধ করে ইরাকে পাঠিয়েছে, মাজিদ সেইসব ব্যক্তিদের নামও প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এক তদন্তকারী কর্মকর্তা বলেছেন, “তার দাবি যাচাই করা হচ্ছে এবং স্থানীয় এজেন্টদের ধরার চেষ্টা করা হচ্ছে।”
-
তাপদাহে পুড়ছে দিল্লি,পারদ ৪৯ ডিগ্রিতে
-
নেটো সদস্যপদ: ফিনল্যান্ডের সঙ্গে যোগ দিল সুইডেনও
-
রাশিয়ার ওপর চাপ জারি রাখবে জি-৭, মোকাবেলা করবে ‘গম যুদ্ধ’
-
তালেবানের প্রথম বাজেটে ৫০ কোটির বেশি ডলারের ঘাটতি
-
নেটো সদস্য হতে আবেদন করবে ফিনল্যান্ড, নিশ্চিত করলেন প্রেসিডেন্ট
-
‘ইউক্রেইনে এক-তৃতীয়াংশ সেনা খুইয়েছে রাশিয়া’
-
বুদ্ধ পুর্ণিমায় উঠল কারফিউ, শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা
-
বিজেপি মুখপাত্রকে শরদ পাওয়ারের কর্মীর চড়
-
তীব্র তাপদাহে দিল্লিতে তাপমাত্রা ছাড়াল ৪৯ ডিগ্রি সেলসিয়াস
-
নেটো সদস্যপদের জন্য আবেদন: ফিনল্যান্ডের সঙ্গে যোগ দিল সুইডেনও
-
তালেবানের প্রথম বাজেটে ৫০ কোটির বেশি ডলারের ঘাটতি
-
রাশিয়ার ওপর চাপ জারি রাখবে জি-৭, মোকাবেলা করবে ‘গম যুদ্ধ’
-
নেটো সদস্য হতে আবেদন করবে ফিনল্যান্ড, নিশ্চিত করলেন প্রেসিডেন্ট
-
ইউক্রেইনে এক-তৃতীয়াংশ সেনা খুইয়েছে রাশিয়া: যুক্তরাজ্য
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?