ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দেয়ার ইচ্ছা নিয়ে মধ্যপ্রাচ্য থেকে ঘুরে আসা এক ভারতীয় যুবক জানিয়েছেন, কমান্ডাররা তাকে ভৃত্য হিসেবে কাজ করতে বাধ্য করেছেন।
Published : 02 Dec 2014, 10:56 AM
প্রায় ছয়মাস ইরাকে থাকার পর শুক্রবার আরিব মাজিদ (২৩) মুম্বাইয়ে ফিরে আসার পর গ্রেপ্তার হন।
ভারতীয় কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের জবাবে মাজিদ এসব কথা বলেছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
তার কমান্ডাররা তাকে লড়াইয়ের ময়দানে যাওয়ার উপযুক্ত মনে করেননি বরং তাকে দিয়ে মলমূত্র পরিষ্কারের মতো কাজ করিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ওই প্রতিবেদনে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মজিদ বলেছেন, তিনি ও তার তিন বন্ধু প্রশিক্ষণ গ্রহণ করার সময় ভারতীয়রা শারীরিকভাবে দুর্বল, এই সিদ্ধান্ত নেন আইএস কমান্ডাররা।
বারবার বলা সত্বেও তাকে লড়াই করার সুযোগ দেয়া হয়নি, এর বদলে তাকে টয়লেট পরিষ্কার, যোদ্ধাদের পানি সরবরাহের কাজ করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
“সেখানে কোনো পবিত্র লড়াই হচ্ছে না, ধর্মগ্রন্থের কোনো উপদেশও অনুসরণ করা হচ্ছে না। সেখানে আইএস যোদ্ধারা অনেক নারীকে ধর্ষণ করছে,” মাজিদ এমনটি বলেছেন বলে দাবি করেছেন এনআইএ’র কর্মকর্তারা।
তিনদিন কাজে উপস্থিতি না হওয়ায় মাজিদকে গুলিতে আহত করা হয় এবং এতে তার লড়াই করার আকাঙ্ক্ষা দুর্বল হয়ে যায়।