
আইএস’র বিরুদ্ধে হামলার নির্দেশ ওবামার
>>
Published: 2014-09-11 10:26:09.0 BdST Updated: 2014-09-11 10:26:09.0 BdST
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর ওপর বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
হামলার পরিসর বাড়িয়ে প্রথমবারের মতো সিরিয়ায় গোষ্ঠীটির অবস্থানের ওপর এ ধরনের হামলার নির্দেশ দিলেন তিনি।
বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আইএস’র বিরুদ্ধে নেয়া কৌশল তুলে ধরেন তিনি। পাশাপাশি ইরাকে গোষ্ঠীটির অবস্থানের ওপর হামলা জোরদার করার নির্দেশ দেন।
ভাষণে তিনি বলেন, “আমেরিকার জন্য হুমকি সৃষ্টিকারী কোনো গোষ্ঠী কোনো নিরাপদ স্বর্গ খুঁজে পাবে না।”
একবছর আগে নিজ দেশবাসীর ওপর রাসায়নিক অস্ত্র হামলা চালানোর দায়ে সিরিয়া সরকারের বিরুদ্ধে বিমান হামলার হুমকি দিয়ে পরে তা বাস্তবায়ন করা থেকে সরে আসেন ওবামা।
ছয়মাস আগে আইএস’কে নগণ্য খেলোয়াড় বলে মন্তব্য করেছিলেন তিনি। মাত্র দুই সপ্তাহ আগে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠীটির অবস্থানের বিষয়ে “এখনো আমাদের কোনো কৌশল ঠিক হয়নি” মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন তিনি।
অবশেষে সিরিয়ার গোষ্ঠীটির অবস্থানের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়ে আইএস’কে ‘নিমূর্লের’ বিষয়টিকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা।

তিনি জানিয়েছেন, ইসলামিক স্টেট জঙ্গিরা “যেখানেই থাকুন না কেন” তিনি তাদের খুঁজে বের করবেন।
“এর অর্থ আমি ইরাকের মতো সিরিয়ায়ও আইএসআইএল’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবো না। এটি আমার শাসনের মূল দর্শন: তুমি যদি আমেরিকাকে হুমকি দাও, তুমি কোনো নিরাপদ স্বর্গ খুঁজে পাবে না,” বলেন তিনি।
ভাষণে তিনি জানিয়েছেন, ইরাকের শুধু কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় আইএস’র বিরুদ্ধে বিমান হামলা না চালিয়ে হামলার লক্ষ্যস্থল আরো বাড়াবেন তিনি।
এছাড়া আইএস’র বিরুদ্ধে লড়াইরত ইরাকি বাহিনীকে সাহায্য করতে দেশটিতে আরো ৪৭৫ জন সামরিক উপদেষ্টা পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি।
ইতোমধ্যেই ইরাকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের এক হাজার সামরিক উপদেষ্টার সঙ্গে যোগ দেবেন এই নতুন উপদেষ্টারা। তবে তারা কেউ সরাসরি লড়াইয়ে অংশ নেবেন না।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ‘ব্ল্যাক প্যানথার’ নিয়ে সৌদি আরবে সিনেমা হলের নবযাত্রা
- ফ্রান্সের দেওয়া সম্মাননা ফিরিয়ে দিলেন আসাদ
- দেশের নামই বদলে দিলেন সোয়াজিল্যান্ডের রাজা
- তেলেঙ্গানায় বটবৃক্ষ বাঁচাতে ডালে ডালে ‘স্যালাইন বোতল’
- ৪০ বছর পর স্বজনদের মেলাল ইউটিউব ভিডিও
- যুক্তরাষ্ট্রের সিনেটে শিশুসন্তান নিয়ে ভোটদানের অনুমতি
- উত্তর কোরিয়া ‘পূর্ণ নিরস্ত্রীকরণ’ চায়: দ. কোরিয়া
- রোহিঙ্গা সঙ্কট: কমনওয়েলথকে হাসিনার পাশে দাঁড়ানোর আহ্বান
- শপথ নিলেন কিউবার নতুন প্রেসিডেন্ট দিয়াস-কানেল
- শিশুদের অ্যাপে লিঙ্গবর্ধকের বিজ্ঞাপন, নিন্দা
সর্বাধিক পঠিত
- পেটানোর ভিডিও ভাইরাল, চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনির পদত্যাগ
- কথা রাখলেন অনন্ত জলিল
- বোলিংয়ে বিবর্ণ সাকিব, গেইলের সেঞ্চুরি
- আতলেতিকোর হারে শিরোপার আরও কাছে বার্সা
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ হবে টি-টোয়েন্টির
- তেলেঙ্গানায় বটবৃক্ষ বাঁচাতে ডালে ডালে ‘স্যালাইন বোতল’
- বিয়ের আগে অতীত শারীরিক সম্পর্কের বিষয়ে কি জানানো উচিত?
- নেইমারের চোখে বিশ্বকাপের মঞ্চে আলো কাড়বেন যারা
- ‘ঠাগস অব হিন্দোস্তান’ চীনে মুক্তি দেওয়ার পরিকল্পনা
- সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ
- মেসিকে আঘাত না করে থামানোর রাস্তা খুঁজছেন মের্কাদো
- বিপিএলে এবার একাদশে সর্বোচ্চ ৪ বিদেশি
- ছাত্রলীগের তদন্ত নিয়ে প্রশ্ন বহিষ্কৃত মুনের
- নেইমারের ফেরা নিয়ে অনিশ্চিত এমেরি
- পাওয়া গেছে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে