ইবোলায় মৃত্যু ১,৫৫০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসজনিত রোগে মৃতের সংখ্যা ১ হাজার ৫৫২ ছাড়িয়ে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 12:09 PM
Updated : 28 August 2014, 12:09 PM

ওই অঞ্চলের ৪ টি দেশে মোট ইবোলা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ০৬৯। এ সংখ্যা ক্রমেই বাড়ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইবোলা মহামারিতে মৃতের সংখ্যা আগের সব হিসাব ছাড়িয়ে গেছে। মোট ইবোলা আক্রান্তের ৪০ শতাংশেরও বেশি সংক্রমণ ঘটেছে গত ২১ দিনে।

তবে স্থানীয় কতয়েকটি এলাকাতেই এ সংক্রমণ ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা।

নাইজেরিয়ায় লাগোসের বাইরের এলাকায় প্রথম ইবোলা সংক্রমণের নিশ্চিত খবর পাওয়া গেছে।

ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে নতুন একটি কৌশল প্রয়োগের কথা ভাবছে ডব্লিউএইচও।