‘এমএইচ৩৭০ খুঁজে পেতে বছরের পর বছর লাগতে পারে’

মালয়েশিয়া এয়ারলাইন্সের হারিয়ে যাওয়া বিমান (ফ্লাইট এমএইচ৩৭০) খুঁজে পেতে বছরের পর বছর সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2014, 12:51 PM
Updated : 25 April 2014, 12:51 PM

অস্ট্রেলিয়ার পশ্চিমে পানির নিচে বিমানের ধ্বংসবশেষ খুঁজে পাওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর শুক্রবার একথা বলল যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ভারত মহাসাগরের তলদেশে দু’সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়েও মার্কিন নৌ বাহিনীর ড্রোন সাবমেরিন কোনো কিছুরই হদিস পায়নি।

নির্ধারিত ছোট্ট এলাকায় অনুসন্ধান চালিয়ে কোনো কিছু না মেলায় এখন আবার বৃহত্তর পরিসরে অনুসন্ধান অভিযান চালানো হবে বলে জানান তিনি।

ফলে “নতুন করে বড় এলাকাজুড়ে বিমান খোঁজার এ অভিযান শুরু হলে তা শেষ করতে বছরের পর বছর লাগবে”, বলেন ওই কর্মকর্তা।

এ মাসে সাগরের তলদেশ থেকে বেশ কয়েকটি পিং সঙ্কেতের ভিত্তিতে অনুসন্ধান কাজ দ্রুত এগিয়েছে। তবে অনেক দিন থেকেই এ ধরনের আর কোনো সঙ্কেত পাওয়া যাচ্ছে না। ফলে এখন ব্লুফিন ড্রোনের ওপর নির্ভর করেই চলছে তল্লাশি।

গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে উড্ডয়নের এক ঘণ্টা পর মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটি নিখোঁজ হয়। কুয়ালা লামপুর বিমান বন্দর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্য যাচ্ছিল বিমানটি।

এর আগে অস্ট্রেলিয়ার সমুদ্র তীরবর্তী পার্থ শহরের পশ্চিমে ভারত মহাসাগরে বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ দেখা গিয়েছিল স্যাটেলাইট থেকে। তবে সরাসারি তল্লাশিতে সেই ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।