নাইজেরিয়ায় সন্দেভাজন জঙ্গি হামলায় নিহত ১৩৫
নিউজ ডেস্ক,
Published: 13 Apr 2014 10:31 AM BdST Updated: 13 Apr 2014 10:59 AM BdST
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের হামলায় ১শ’ ৩৫ জন নিহত হয়েছেন বলে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
বুধবার ও বৃহস্পতিবার ওই অঞ্চলের একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও দুটি গ্রামে হামলা চালিয়ে এদের হত্যা করা হয় বলে বিবিসি’কে জানিয়েছেন সিনেটর আহমেদ জান্নাহ।
হামলাকারীরা ইসলামি বিদ্রোহী গোষ্ঠি বোকো হারামের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
হামলাকারীরা প্রথমে উত্তরপূর্বাঞ্চলীয় দিকবা শহরের একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজে হামলা চালায়। এখানে তারা পাঁচজনকে হত্যা করে ও কয়েকজন নারীকে অপহরণ করে নিয়ে যায়।
যাওয়ার আগে হামলাকারীরা কলেজের পাঠাগারটি পুড়িয়ে দেয়।
এরপর হামলাকারী জঙ্গিরা প্রতিবেশী দেশ ক্যামেরুনের সীমান্ত সংলগ্ন দুটি গ্রামে চড়াও হয়। এখানে তারা আরো ১শ’ ৩০ জনকে হত্যা করে।
প্রাথমিকভাবে পাওয়া খবরে দুদিনের এই হামলায় ৭০ জন নিহত হওয়ার কথা জানা গিয়েছিল।
শেষ খবর পাওয়া পযন্ত এই হামলার বিষয়ে নাইজেরীয় সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছর নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের ওই বিদ্রোহ কবলিত এলাকায় অন্তত দেড় হাজার মানুষ নিহত হয়েছেন যাদের অর্ধেকেরও বেশি বেসামরিক মানুষ।
এসব হত্যাকাণ্ডের জন্য বোকো হারামের উত্তরোত্তর হামলা ও এর প্রতিক্রিয়ায় নাইজেরীয় সেনাবাহিনীর নির্বিচার প্রতিক্রিয়াকে দায়ী করেছে অ্যামনেস্টি।
বিদ্রোহ মোকাবিলার জন্য গত বছর থেকে উত্তরপূর্বাঞ্চলের বর্নো, ইয়োব এবং আদামাবা রাজ্যে জরুরী অবস্থা জারি করেছে নাইজেরীয় সরকার।
-
তীব্র দাবদাহের মধ্যে দিল্লিতে তাপমাত্রা ৪৯ ডিগ্রি ছাড়াল
-
নেটো সদস্যপদ: ফিনল্যান্ডের সঙ্গে যোগ দিল সুইডেনও
-
রাশিয়ার ওপর চাপ জারি রাখবে জি-৭, মোকাবেলা করবে ‘গম যুদ্ধ’
-
তালেবানের প্রথম বাজেটে ৫০ কোটির বেশি ডলারের ঘাটতি
-
নেটো সদস্য হতে আবেদন করবে ফিনল্যান্ড, নিশ্চিত করলেন প্রেসিডেন্ট
-
‘ইউক্রেইনে এক-তৃতীয়াংশ সেনা খুইয়েছে রাশিয়া’
-
বুদ্ধ পুর্ণিমায় উঠল কারফিউ, শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা
-
বিজেপি মুখপাত্রকে শরদ পাওয়ারের কর্মীর চড়
-
তীব্র তাপদাহে দিল্লিতে তাপমাত্রা ছাড়াল ৪৯ ডিগ্রি সেলসিয়াস
-
নেটো সদস্যপদের জন্য আবেদন: ফিনল্যান্ডের সঙ্গে যোগ দিল সুইডেনও
-
তালেবানের প্রথম বাজেটে ৫০ কোটির বেশি ডলারের ঘাটতি
-
রাশিয়ার ওপর চাপ জারি রাখবে জি-৭, মোকাবেলা করবে ‘গম যুদ্ধ’
-
নেটো সদস্য হতে আবেদন করবে ফিনল্যান্ড, নিশ্চিত করলেন প্রেসিডেন্ট
-
ইউক্রেইনে এক-তৃতীয়াংশ সেনা খুইয়েছে রাশিয়া: যুক্তরাজ্য
সর্বাধিক পঠিত
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা