নিখোঁজ বিমানের ‘রহস্যের কিনারা নাও হতে পারে’

মালয়েশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, মালয়েশিয়া এারলাইন্সের বিমানটি নিখোঁজ হওয়ার কারণ আর কখনোই হয়ত জানা যাবে না।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2014, 01:21 PM
Updated : 2 April 2014, 01:21 PM

প্রধানমন্ত্রী নাজিব রাজাক বিমানের অনুসন্ধানকাজ নিয়ে কথা বলতে অস্ট্রেলিয়া যাওয়ার এ সময়ে মালয়েশিয়া একথা বলল।

মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেছেন, “তদন্ত চলতে থাকতে পারে”। তবে তিনি বলেন, তদন্ত শেষে আমরা এ ঘটনার পেছনে কারণটা নাও জানতে পারতে পারি।

মঙ্গলবার ১০ টি বিমান ও ৯ টি জাহাজ দক্ষিণ ভারত মহাসাগরে অনুসন্ধান চালিয়েছে। একাজে যোগ দেয় যুক্তরাজ্যের একটি সাবমেরিনও।

খালিদ আবু বকর বলেন, “পাইলট ও ক্রুদের পরিবারের সদস্যদের ১৭০ টিরও বেশি সাক্ষাৎকার নেয়া হয়েছে এবং অন্তর্ঘাতমূলক তৎপরতার ক্ষেত্রে বিমানটিতে ওঠানো পণ্য এবং খাবার খতিয়ে দেখা হচ্ছে”।

তিন সপ্তাহ আগে ২৩৯ জন আরোহীসহ ফ্লাইট এমএইচ৩৭০ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।