জাপানে আবার পরমাণু চুল্লি চালু

জাপানে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনাকে কেন্দ্র করে সব পরমাণু চুল্লি বন্ধ হয়ে যাওয়ার পর রোববার আবার নতুন করে একটি চুল্লি চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2012, 08:27 AM
Updated : 1 July 2012, 08:27 AM
টোকিও, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনাকে কেন্দ্র করে সব পরমাণু চুল্লি বন্ধ হয়ে যাওয়ার পর রোববার আবার নতুন করে একটি চুল্লি চালু হয়েছে।
ওহি পরমাণু প্রকল্পে ১ হাজার ১৮০-মেগাওয়াট ৩ নং ইউনিট রোববার নতুন করে চালু করেছে কানসাই ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি।
গ্রিষ্মের বিদ্যুৎ সমস্যা এড়াতে জাপান সরকার ১৬ জুনে ওহি প্রকল্পের ৩ ও ৪ নং পরমাণু চুল্লি পুনরায় চালুর অনুমতি দেয়। সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদও জানায় জনগণ।
কিন্তু এ প্রতিবাদের মধ্যেও চালু হল তিন নং চুল্লি। ৪ নং চুল্লিটি মাসের শেষ দিকে পুনরায় চালু হবে।
জাপানে গত বছর ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে বিপর্যয় নেমে আসার পর সব চুল্লি বন্ধ করে দিয়ে পরমাণু জ্বালানিমুক্ত হয়েছিল দেশটি।
কিন্তু প্রায় ৩০ শতাংশ পরমাণু বিদ্যুতের ওপর নির্ভরশীল জাপান শেষ পর্যন্ত বিদ্যুৎ চাহিদা মেটাতে আবার দু’টি পরমাণু চুল্লি চালুর সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৫ঘ.