কাবুল, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শীর্ষ সহযোগী জান মোহাম্মদ খানসহ একজন এমপি রোববার বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।
রাজধানী কাবুলে জান মোহাম্মদ খানের বাড়িতে স্থানীয় সময় রাত ৮ টার দিকে দুই-তিনজন বন্দুকধারী হামলা চালালে তিনি নিহত হন। একইসঙ্গে নিহত হন এমপি হাশিম ওয়াতানোয়াল। পুলিশ একথা জানায়।
প্রেসিডেন্ট কারজাইয়ের ভাই আহমেদ ওয়ালি কারজাই নিহত হওয়ার এক সপ্তাহ পেরুতে না পেরুতেই এ ঘটনা ঘটলো।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০১১৩ঘ.