ফোন হ্যাকিং: লন্ডনের পুলিশ কমিশনারের পদত্যাগ

নিউজ অব দ্য ওয়ার্ল্ড- এর সাংবাদিকদের ফোনে আড়ি পাতা কেলেঙ্কারি ও পুলিশের ঘুষ লেনদেনের অভিযোগের তদন্তের মধ্যেই পদত্যাগ করেছেন লন্ডনের পুলিশ কমিশনার পল স্টিফেনসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 02:19 PM
Updated : 17 July 2011, 02:19 PM
লন্ডন, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজ অব দ্য ওয়ার্ল্ড- এর সাংবাদিকদের ফোনে আড়ি পাতা কেলেঙ্কারি ও পুলিশের ঘুষ লেনদেনের অভিযোগের তদন্তের মধ্যেই পদত্যাগ করেছেন লন্ডনের পুলিশ কমিশনার পল স্টিফেনসন।
রোববার ব্রিটিশ টেলিভিশন চ্যানেলগুলোতে পাঠানো এক বিবৃতিতে এই পুলিশ কর্মকর্তা বলেন, ফোন হ্যাকিং কেলেঙ্কারি নিয়ে তিনি কিছুই জানেন না। সসম্মানে অবসরে যেতে চান বলেই পদত্যাগ করছেন তিনি।
ব্রিটেনের জনপ্রিয় ট্যাবলয়েড সাপ্তাহিক নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কর্মীরা হাজার হাজার মানুষের 'ভয়েস মেইল' চুরি করছেন- এমন অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে স