কায়রো, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন তার আইনজীবী। তবে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মুবারকের অবস্থা স্থিতিশীল।
ক্যান্সারে আক্রান্ত মুবারক অন্তরীণ অবস্থায় শারম আল শেখের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার আইনজীবী ফরিদ আল-দিব রোববার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "হঠাৎ তার অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছে আমাকে। তাকে দেখতে শারম আল শেখে যাচ্ছি আমি। এখনো পর্যন্ত যেটুকু জানি, তিনি (মুবারক) কোমায় আছেন।"
তবে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সাবেক প্রেেিডন্টের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে।
হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মুবারক একবার কিছু সময়ের জন্য কোমায় চলে গেলেও এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
দুর্নীতির অভিযোগে ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ১১ ফেবব্র"য়ারি ক্ষমতা ছাড়তে বাধ্য হন হোসনি মুবারক (৮৩)। সরকারবিরোধী অন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৩ আগস্ট তার বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কথা রয়েছে। টানা ১৮ দিনের ওই বিক্ষোভে অন্তত ৮৪০ জন নিহত হয়।
ক্ষমতা ছাড়ার পরপরই গত ফেব্র"য়ারি মাসে মুবারককে গ্রেপ্তার করা হয়। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় এপ্রিলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মে মাসে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের সময় হৃদরোগে আক্রান্ত হন এই সাবেক প্রেসিডেন্ট।
তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সে সময় জানান, মুবারক পাকস্থলির ক্যান্সারে ভুগছেন।
মুবারক স্বাস্থ্যগত কারণে পার পেয়ে যেতে পারেন- এই আশঙ্কায় তার বিচার দ্রুত শেষ করার জন্য ক্ষমতাসীন সেনা কাউন্সিলের প্রতি দাবি জানিয়ে আসছে আন্দোলনকারীরা। এই দাবিতে গত কয়েকদিন ধরে কায়রোর তাহরির চত্বরসহ বিভিন্ন শহরে জমায়েত হয়ে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষক হাসান নাফা রয়টার্সকে বলেন, মিসরীয় বিমান বাহিনীর সাবেক প্রধান মুবারকের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুজব ছাড়ানোর অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীরা বলছে, মুবারকের বিষয়ে জনগণের সহানভূতি অর্জন এবং তাকে কারাগারে না পাঠিয়ে হাসপাতালে রাখার জন্যই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সেনা কাউন্সিলের তরফ থেকে বিভিন্ন সময়ে অসুস্থতার খবর দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত গুপ্তঘাতকের হাতে নিহত হওয়ার পর ১৯৮১ সালের ১৪ অক্টোবর মিশরের ক্ষমতা গ্রহণ করেন তিনি হোসনি মুবরাক। তিনি প্রায় ৩০ বছর ক্ষমতায় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০০৪২ ঘ.