বির ঘানাম, লিবিয়া, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পূর্বাঞ্চলীয় ব্রেগা এলাকায় শনিবারের লড়াইয়ে ১০ বিদ্রোহী নিহত এবং ১৭২ জন আহত হয়েছে। তবে পশ্চিমাঞ্চলে গাদ্দাফি অনুগত বাহিনীকে পিছু হটিয়ে দিয়েছে বিদ্রোহীরা।
পশ্চিমাঞ্চলীয় পার্বত্যাঞ্চলে গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই হয়েছে। বির ঘানাম শহরের ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বির আয়াদ গ্রামে গোলাগুলির শব্দ শোনা গেছে।
বির আয়াদের সশস্ত্র বিদ্রোহী আহমদ জানান, গাদ্দাফি অনুগত বাহিনীর ১৫টি গাড়ির একটি বহর বির ঘানামে প্রবেশর চেষ্টা চালায়। কিন্তু বিদ্রোহীরা গুলি চালায় এবং প্রায় ঘন্টাব্যাপী গোলাগুলির পর তারা পিছু হটে।
স্থানীয় বিদ্রোহীদের নেতা ফাতহি আলজিনানতানি রয়টার্সকে বলেন, "প্রথমে তারা একই সারিতে ছিলো। কিন্তু অমরা গুলি শুরু করলে তারা তিন বা চারটি গাড়ি নিয়ে একেকটি দলে ভাগ হয়ে যায় এবং তাদের সবাই পালিয়ে যায়।"
এছাড়া রোববার ভোরে ত্রিপোলির পূর্বাঞ্চলে অবস্থিত তাজুরা জেলাতে ন্যাটো বোমা হামলা চালানো হয়েছে। গত কয়েক রাতে রাজধানীর কাছে ন্যাটোর এ ধরনের বোমা হামলা এটিই প্রথম বলে জানান রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।
টেলিভিশন প্রতিবেদনে বলা হয়, বেসামরিক জনগণ ও সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে হামলায় হতাহতের বিষয়ে কিছু জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭৩৬ঘ.