সিরিয়ায় আন্দোলন পরিচালনায় 'বিপ্লবী' পরিষদ গঠন

সিরিয়ার সরকারবিরোধী আন্দোলন পরিচালনায় জাতীয় 'বিপ্লবী' পরিষদ (ন্যাশনাল সালভেশন কাউন্সিল) গঠন করেছে বিরোধী গ্র"পগুলো।ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 03:31 AM
Updated : 17 July 2011, 03:31 AM
ইস্তানবুল, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকারবিরোধী আন্দোলন পরিচালনায় জাতীয় 'বিপ্লবী' পরিষদ (ন্যাশনাল সালভেশন কাউন্সিল) গঠন করেছে বিরোধী গ্র"পগুলো।
চার মাস ধরে চলমান সরকার পতনের আন্দোলন দমনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সামরিক অভিযান জোরদার করায় এ পরিষদ গঠন করেছে তারা।
২৫ সদস্যের এ পরিষদে ইসলামপন্থী, উদারপন্থী ও স্বতন্ত্র গ্র"পগুলোর প্রতিনিধিরা স্থান পেয়েছেন।
শনিবার তুরস্কের ইস্তানবুলে সিরীয় বিরোধীরা এক বৈঠকে ওই পরিষদ গঠন করে। এর আগের দিন শুক্রবার সিরিয়ায় বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩২ জন নিহত হয়।
ইস্তানবুলে ওই বৈঠকের পর সিরিয়ার প্রভাবশালী বিরোধী নেতা হাইথাম আল-মালেহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, েে"দেশ গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্য বিরোধী গ্র"পগুলোর সঙ্গে একযোগে কাজ করবো আমরা।"
ওই বৈঠকে সিরিয়ার সাড়ে তিনশ' নেতা অংশ নেন। তাদের মধ্যে অনেকে বেশ কয়েক বছর আগেই দেশ থেকে নির্বাসিত হয়েছেন।
সিরিয়ার রাজধানী দমেস্কের একটি স্থানে উপস্থিত বিরোধী নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইস্তানবুলের বৈঠকে অংশগ্রহণকারীদের যোগাযোগের কথা থাকলেও আগের দিন সেখানে নিরাপত্তা বাহিনী অভিযান চালানোয় তা আর সম্ভব হয়নি।
১১ সদস্যের একটি কমিটি গঠনের জন্য রোববার এই পরিষদের বৈঠকে বসার কথা রয়েছে। এছাড়া সিরীয় বিভিন্ন গ্র"পের মধ্যে যোগাযোগ বাড়াতে পরবর্তীতে আরো একটি বৈঠকে বসার কথা রয়েছে তাদের।
এদিকে, সিরিয়ায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩২ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পরদিন শনিবারও চার বিক্ষোভকারী নিহত হয়েছে।
মানবাধিকার কর্মীরা জানায়, এদিন ইরাক সীমান্তবর্তী আলবু কামাল শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি ছুড়লে একজন নিহত ও পাঁচজন আহত হয়। এছাড়া আগের দিন নিহতদের শোক মিছিলে নিরাপত্তা বাহিনী গুলিতে দেশের বিভিন্ন স্থানে আরো তিনজন নিহত হয়।
তুরস্ক সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের নিন্দা জানিয়ে বলেছেন, "এ বর্বরতা বন্ধ করতে হবে।"
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগ্লুর সঙ্গে শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে হিলারি বলেন, "সিরিয়ার ভবিষ্যৎ এখন দেশটির জনগণের ওপর নির্ভর করছে। তবে বিরোধীদের অবশ্যই একজোট হয়ে রাজনৈতিক সংস্কারের জন্য একটা এজেন্ডা ঠিক করতে হবে।"
আহমেত দাভুতোগ্লুও সিরিয়ায় রাজনৈতিক সংস্কারের জন্য আসাদের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১৫২৩ ঘ.