আল কায়েদার নতুন নেতা আয়মান আল জাওয়াহিরি

আয়মান আল জাওয়াহিরিকে আল কায়েদার নতুন নেতা নির্বাচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2011, 01:16 AM
Updated : 16 June 2011, 01:16 AM
দুবাই, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আয়মান আল জাওয়াহিরিকে আল কায়েদার নতুন নেতা নির্বাচন করা হয়েছে।
জঙ্গি সংগঠনটির শীর্ষনেতা ওসামা বিন লাদেন গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো হামলায় নিহত হন।
এরপরই সংগঠনটির নতুন নেতা নির্বাচনের বিষয়টি সামনে চলে আসে।
আল কায়েদার জেনারেল কমান্ড এক বিবৃতির মাধ্যমে সংগঠনটির শীর্ষনেতা হিসেবে জাওয়াহিরির মনোনয়ন নিশ্চিত করে বলে বিবিসি জানায়।
বিবৃতিতে বলা হয়, আল কায়েদার জেনারেল কমান্ড আলোচনা শেষে শেখ আয়মান আল জাওয়াহিরিকে সংগঠনটির প্রধান হিসেবে ঘোষণা করছে।
বৃহস্পতিবার একটি ইসলামি ওয়েবসাইটে এই বিবৃতিটি প্রকাশ করা হয়।
আনসার আল মুজাহিদীন ইসলামিক ওয়েবসাইট আল কায়েদার নতুন নেতা হিসাবে জাওয়াহিরির সাফল্য কামনা করেছে।
ওদিকে, ওয়াশিংটনে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন, দল পরিচালনা করা জাওয়াহিরির জন্য কঠিন হবে। কারণ, তাকে নিজের জীবন বাঁচানোর দিকেই বেশি নজর দিতে হবে।
জওয়াহিরির অবস্থান সম্পর্কে এখনো পরিস্কার কিছু জানা যায়নি। তবে তিনি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের মাঝামাঝি কোথাও আছেন বলে দীর্ঘদিন ধরে ধারণা করে আসা হচ্ছে।
জাওয়াহিরিকে ধরিয়ে দেওয়া কিংবা তার সম্পর্কে তথ্যদাতার জন্য যুক্তরাষ্ট্র ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
জাওয়াহিরির আগে মিশরীয় বংশোদ্ভূত সাবেক সেনা কর্মকর্তা সাইফ আল আদেলকে সংগঠনটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে মনোনীত করা হয়।
মিশরীয় বংশোদ্ভূত জাওয়াহিরি সংগঠনটির দ্বিতীয় শীর্ষনেতা হিসেবে দীর্ঘদিন হিসেবে ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেছেন। জাওয়াহিরিকে আল কায়েদার তাত্ত্বিক নেতা ও প্রধান পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয়।
ধারণা করা হয়, ২০০১ সালে যুক্তরাষ্ট্রে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) হামলা পরিকল্পনাকারীদের অন্যতম প্রধান এই জাওয়াহিরি।
চলতি মাসের শুরু দিকে জাওয়াহিরি হুমকি দেন, আল কায়েদা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে হামলা (জিহাদ) চালিয়ে যাবে। বিন লাদেন নিহত হওয়ার পর ওটাই ছিল জাওয়াহিরির প্রথম প্রকাশ্য বিবৃতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/পিডি/১৯১৮ ঘ.