ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

অধিকৃত পশ্চিম তীরে আরও ইহুদি বসতি স্থাপনা তৈরির ইসরায়েলি পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস। ইসরায়েল সরকার এ স্থাপনা তৈরি অনুমোদন করলে মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা আরও জটিল হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2009, 01:00 AM
Updated : 5 Sept 2009, 01:00 AM
ওয়াশিংটন, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অধিকৃত পশ্চিম তীরে আরও ইহুদি বসতি স্থাপনা তৈরির ইসরায়েলি পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস। ইসরায়েল সরকার এ স্থাপনা তৈরি অনুমোদন করলে মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা আরও জটিল হয়ে যাবে।
ইহুদি বসতিস্থাপন বন্ধের কথা বিবেচনা না করে নতুন বসতবাড়ি নির্মাণের অনুমোদন দেওয়ায় পকিকল্পনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্ষুব্ধ হয়েছে হোয়াইট হাউস।
শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, "অতিরিক্ত স্থাপনা তৈরির ইসরায়েলি অনুমোদনের পরিকল্পনায় আমরা মর্মাহত।"
তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট আগেই বলেছেন, ইসরায়েলে বসতি সম্প্রসারণ অব্যাহত রাখা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। তাই আমরা বসতি স্থাপন বন্ধের আহ্বান জানাচ্ছি। আমরা এমন একটি আবহ তৈরির চেষ্টা করছি যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। তবে ইসরায়েলের পদক্ষেপে এই আবহ সৃষ্টির চেষ্টা কঠিন হয়ে উঠবে।"
ইসরায়েল-ফিলিস্তিনি শান্তি আলোচনার পথে অন্তরায় এ ইহুদি বসতি স্থাপন বন্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে আসছেন। তবে তা উপেক্ষা করেই আরও বাড়িঘর নির্মাণের অনুমতি দিচ্ছে ইসরায়েলি প্রশাসন।
শান্তি আলোচনার বিষয়ে অগ্রগতি হলে এ মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
ফিলিস্তিন জানিয়েছে, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বন্ধ করতেই হবে।
ডানপন্থী লিকুদ পার্টি সদস্যদের চাপের মুখে বসতি স্থাপন বন্ধ করছেন না নেতানিয়াহু।
পশ্চিম তীরে ইহুদি বসতিতে ২,৫০০ হাউজিং ইউনিট স্থাপন করছে ইসরায়েল। এ সব হাউজিংয়ে কয়েকটি পর্যায়ে নতুন বাড়ির নির্মাণকাজ চলছে।
ফিলিস্তিনিরা বলেছে, ইসরায়েল পশ্চিম তীরের হুইদি বসতিসহ সব বসতিস্থাপন বন্ধ করলেই কেবল তারা শান্তি আলোচনায় বসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫১৪ ঘ.