বাকিংহাম প্যালেসে রানির গয়না প্রদর্শনী

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ‘প্ল্যাটিনাম জুবিলি’ উপলক্ষ্যে শুক্রবার বাকিংহাম প্যালেসে অভিষেকের পর রানির তরুণ বয়সের ছবি (পোট্রেট) এবং বিভিন্ন সময়ে তার ব্যবহৃত গয়না প্রদর্শন করা হবে।

>>রয়টার্স
Published : 21 July 2022, 05:21 PM
Updated : 21 July 2022, 05:27 PM

রেকর্ড সাত দশক ধরে ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত আছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ‘দ্য কুইন্স অ্যাকসেস ‘ থেকে রানির ব্যবহার করা টায়রা, কানের দুল ও গলার হার প্রদর্শনীতে রাখা হচ্ছে।

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

প্রাসাদের ‘স্টেট রুমস’ দেখতে আসা অতিথিদের জন্য ওই প্রদর্শনী হল উন্মুক্ত থাকবে। প্রায় তিন বছর পর আবারও সাধারণ মানুষের জন্য বাকিংহাম প্যালেসের ‘স্টেট রুম’ গুলো খুলে দেওয়া হয়েছে। কোভিড মহামারীর কারণে জনসাধারণের জন্য সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাবা কিং জর্জ ষষ্ঠ মারা যাওয়ার পর ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি সিংহাসনে বসেন রানি এলিজাবেথ। তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে ব্রিটিশ সম্রাজ্য শাসন করছেন।  ৯৬ বছর বয়সের এলিজাবেথ বর্তমানে বিশ্বের সবচেয় বয়স্ক রানি।