ইউক্রেইনের জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনীর তৎপরতায় সৃষ্ট ঝুঁকির মধ্যে দেশটিতে সফরে গেছেন অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।
বুধবার পুলিশ জানিয়েছে, সেন্টার পার্টির নেতা অ্যানি লুফ যেখানে বক্তৃতা দিচ্ছিলেন তার কাছেই এ হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার পর এ খুনের সঙ্গে জড়িত আছে সন্দেহে ত্রিশোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।
ওই উৎসবকে ঘিরে আর কোনো হুমকির ইঙ্গিত তাদের কাছে নেই বলে জানিয়েছে পুলিশ। আটক সন্দেহভাজনের উদ্দেশ্য বা তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।
এদিকে আটক সন্দেহবাদীর সঙ্গে নব্যনাৎসি দলের যোগাযোগ আছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ডেইলি অ্যাফতনব্লদেত।
সুইডেনের সপ্তাহব্যাপী রাজনৈতিক উৎসবের বার্ষিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ যোগ দেয়। এখানে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখার পাশাপাশি ভোটার ও পর্যটকদের সঙ্গে মিশে যান।