ইতালিতে হিমবাহ ধস, নিহত ৬

ইতালির উত্তরাঞ্চলীয় আলপস পর্বতে তুষারধসে একটি হিমবাহ ভেঙে পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছে। তাদের দুই জনের অবস্থা গুরুতর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 12:26 PM
Updated : 4 July 2022, 12:26 PM

উদ্ধারকর্মীরা হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে রাতভর কাজ করেছে এবং এখনও নিখোঁজ থাকা ১৯ জনের সন্ধান করছে বলে জানিয়েছে বিবিসি।

ভিডিওতে দেখা গেছে, ওই অঞ্চলের সবচেয়ে উচু পর্বত মারমোলাডার একটি ঢালে বিপুল পরিমাণ বরফ ধসে পড়ছে। তবে কী কারণে এমন ধস তা জানা যায়নি।

আলপাইনস রেসকিউ সার্ভিসের মুখপাত্র ওয়াল্টার মিলান রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, সম্প্রতি কয়েকবছরে ওই পার্বত্য এলাকায় তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। এটিই ধসের কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।

মিলান বলেন, সম্প্রতি কয়েকদিনে হিমবাহের চূড়ায় অস্বাভাবিকরকম তাপমাত্রা ছিল। “খুবই চরম তাপ ছিল। এটি স্পষ্টতই অস্বাভাবিক”, বলেন তিনি।

ইতালির জরুরি সেবা বিভাগের মুখপাত্র মিচেলা ক্যানোভা জানান, হিমবাহ ধসের ঘটনায় প্রথমে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেই সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “তুষার, বরফ এবং পাথরের ধস তাদের পথে প্রবেশের রাস্তায় আছড়ে পড়ে। ওই সময় সেখানে বেশ কয়েকটি পর্বতারোহী দল ছিল, তাদের মধ্যে কয়েকটি দল ভেসে গেছে। কতজন ভেসে গেছে, তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি।”

ইতালির এক পর্বতারোহী ‘লা রিপাবলিকা’ পত্রিকায় বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কয়েক বছর ধরে হিমবাগ গলে পড়ছে। খুব কম বরফই আর অবশিষ্ট আছে।

বিশ্লেষকরা বলছেন, মারমোলাডায় হিমবাহ ধসের কারণ এখনও জানা না গেলেও অনেকটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমনটি ঘটেছে।