সীমান্তবর্তী বেলগোরোদে হামলার জন্য ইউক্রেইনকে দুষল রাশিয়া

ইউক্রেইন সীমান্তবর্তী রুশ শহর বেলগোরোদে হামলায় অন্তত ৩ জন নিহত এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

>>রয়টার্স
Published : 3 July 2022, 05:07 PM
Updated : 3 July 2022, 05:07 PM

ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র হামলাতেই এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোষারোপ করেছেন বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকভ।

টেলিগ্রামে এক পোস্টে তিনি লেখেন, “অন্তত ১১ টি অ্যাপার্টমেন্ট ভবন এবং ব্যক্তিগত ৩৯ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫ টি ভবন পুরো ধ্বংস হয়ে গেছে।”

“এ ক্ষেপণাস্ত্র হামলা পরিকল্পনা করে ইচ্ছাকৃতভাবেই চালানো হয়েছে। রাশিয়ার নগরীগুলোর বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা হয়েছে,” রাশিয়ার প্রতিরক্সামন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকোভ একথা বলেছেন।

ইউক্রেইন থেকে এই অভিযোগের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইগর কোনাশেনকোভ বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেইনের তিনটি তোচকা-ইউ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিন্তু সেগুলোর কোনও একটি ক্ষেপণাস্ত্রের টুকরো আবাসিক ভবনের ওপর পড়েছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলে আরেক শহরের দিকে ধেয়ে যাওয়া ইউক্রেইনের বিস্ফোরকভর্তি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে কোনাশেনকোভ দাবি করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স এই দাবি নিরপেক্ষসূত্রে যাচাই করতে পারেনি।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে বেলগোরোদ এবং ইউক্রেইন সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলে হামলার অনেক খবর পাওয়া গেছে। মস্কো এই সব হামলার জন্য কিইভকে দোষারোপ করে আসছে।