পুরো লুহানস্ক অঞ্চল ‘মুক্ত’ করার দাবি রাশিয়ার

ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চল পুরোপুরি ‘মুক্ত করার’ দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়।

>>রয়টার্স
Published : 3 July 2022, 03:06 PM
Updated : 3 July 2022, 03:06 PM

রুশ বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীরা মিলে লুহানস্ক অঞ্চল মুক্ত করা হয়েছে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

বিবিসি জানায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় রোববার বলেছে, রুশ বাহিনী ও এর মিত্র বিচ্ছিন্নতাবাদীরা লুহানস্কের ইউক্রেইনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ ঘাঁটি লিসিচানস্ক দখলের পর ‍পুরো অঞ্চলই তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।

তবে ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র ইউরি সাক বিবিসি-কে বলেছেন, লিসিচানস্ক এখনও রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে যায়নি। ওই অঞ্চলের পরিস্থিতি এখন খুবই গুরুতর। রাশিয়ার স্থল সেনারা সেখানে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

পূর্ব ইউক্রেইনের দনবাসের লুহানস্ক অঞ্চলে লিসিচানস্ক খুবই গুরুত্বপূর্ণ নগরী। কারণ, এই নগরীর পতনে রুশ সেনারা দোনেৎস্ক এর আরও ভেতরে ঢুকে পড়াসহ আরও দূরে অগ্রসর হতে পারবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। চলমান যুদ্ধে ইউক্রেইনের বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। রাশিয়ার এই আগ্রাসনকে অবৈধ অ্যাখা দিয়ে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমারা।