চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যে ঈদ ৯ জুলাই

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৯ জুলাই সেখানে কোরবানির ঈদ উদযাপন হবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2022, 07:10 PM
Updated : 30 June 2022, 04:38 AM

বুধবার আরব নিউজ এই খবর জানিয়ে বলেছে, সেক্ষেত্রে আগামী ৬ জুলাই শুরু হবে হজের আনুষ্ঠানিকতা, আরাফাতের ময়দানে হজের মূল অনুষ্ঠান হবে ৮ জুলাই।

সাধারণত সৌদি আরবের একদিন পরেই বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। আর তা যদি হয় তাহলে এবার বাংলাদেশের মুসলমানরা কোরবানির ঈদ পালন করবে ১০ জুলাই।

বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করবে, আর চাঁদ দেখার ভিত্তিতে আসবে ঈদের আনুষ্ঠানিক ঘোষণা।

আরবি জিলহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ উদযাপন করে মুসলমান সম্প্রদায়। তার আগেই সৌদি আরবের মক্কায় হয় বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় সম্মিলন হজ।

করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর হজ হয়েছিল সীমিত পরিসরে। সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশের কেউ হজের অনুমতি পায়নি।

মহামারী পরিস্থিতির উন্নতিতে এবার হজে বিদেশ থেকে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার। তবে অন্য সময় ২৫ লাখ মানুষ হজ করার সুযোগ পেলেও এবার তা কমিয়ে ১০ লাখে নামিয়ে আনা হয়েছে।

বাংলাদেশে থেকে এবার হজে যাওয়ার সুযোগ পেয়েছে মোট ৬০ হাজার জন, যদিও স্বাভাবিক সময়ে এই সংখ্যা দ্বিগুণ হত।

আরব নিউজ জানিয়েছে, ৬ জুলাই হজ পালন শুরু হবে হজযাত্রীদের মিনায় অবস্থান নেওয়ার মধ্য দিয়ে, নানা আনুষ্ঠানিকতা সেরে ৮ জুলাই আরাফাতের ময়দানে সমবেত হবেন ইহরাম বাঁধা মুসল্লিরা, সেখানে হজের খুৎবা পড়ে শোনানো হবে। ৯ জুলাই পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।