মুম্বাইয়ে চারতলা ভবন ধসে ১৯ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ে চার তলা একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৯ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপে এখনও অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

>>রয়টার্স
Published : 28 June 2022, 01:34 PM
Updated : 28 June 2022, 06:25 PM

সোমবার রাতে কুরলার নায়েক নগর সোসাইটিতে ভবনের অংশবিশেষ মাটিতে ধসে পড়ে বলে জানিয়েছে নগরীর মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

মুম্বাইয়ে প্রায়ই আবাসিক ভবন ধসের ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই নির্মাণ কাজ ঠিকমত না হওয়ায় এমন দুর্ঘটনা ঘটে থাকে।