বছর শেষেই যুদ্ধ অবসানে সহায়তা করুন: জি-৭’কে জেলেনস্কি

এবছর শীত আসার আগেই রাশিয়ার আগ্রাসনের অবসান ঘটাতে ইউক্রেইনকে সাহায্য করার জন্য জি-৭ নেতাদের কাছে আর্জি জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 12:52 PM
Updated : 27 June 2022, 12:52 PM

জার্মানিতে শুরু হয়েছে জি-৭ সম্মেলন। বিবিসি জানায়, জেলেনস্কি ভিডিও লিংকের মাধ্যমে সম্মেলনে কথা বলেছেন।

বক্তব্যে জি-৭ নেতাদের কাছে পুনর্গঠনের জন্য সাহায্যসহ বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, শস্য রপ্তানিতে সহায়তা এবং নিরাপত্তার নিশ্চয়তা চান জেলেনস্কি।

তিনি বলেন, যুদ্ধের যে পরিস্থিতি তাতে ইউক্রেইনের সেনারা প্রতিরোধ জোরদার করলে তাদের জন্য লড়াইটা খুব কঠিন হয়ে পড়বে।

তাই বছরের শেষ নাগাদই যুদ্ধ অবসানের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য জি-৭ নেতাদের কাছে আর্জি জানান জেলেনস্কি।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোরও আহ্বান জানান তিনি। জি-৭ নেতারা মঙ্গলবার সমন্বিতভাবে রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন প্যাকেজ নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেবেন।

একইসঙ্গে ইউক্রেইনকেও অর্থনৈতিক, মানবিক, সামরিক এমনকী কূটনৈতিক সমর্থন দেওয়াসহ দীর্ঘমেয়াদে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেবেন।