চার মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ কোভিড রোগী পেল ভারত

ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে ১৭ হাজার ৩৩৬ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2022, 09:40 AM
Updated : 24 June 2022, 09:42 AM

শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন রোগী শনাক্তের এ তথ্য দিয়েছে।

রয়টার্সের টালি অনুযায়ী, চলতি বছরের ২০ ফেব্রুয়ারির পর থেকে ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের ঘটনা এটি।

ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রে বুধবার ৫২০০ নতুন রোগী শনাক্ত হয়েছে বলে রাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে। এদের মধ্যে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পাওয়া গেছে ২৪৭৯ জন সংক্রমিতকে।

বৃহস্পতিবার দেশটিতে ১৩৩১৩ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছিল। একদিনের ব্যবধানে রোগী বেড়েছে ৪ হাজারেরও বেশি। মাসখানেক ধরেই ভারতে দৈনিক সংক্রমণ ক্রমাগত বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন রোগীর মৃত্যু হওয়ায় ভারতে এ পর্যন্ত কোভিড-১৯ এ মৃতের মোট সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে।