আফগানিস্তানে ভূমিকম্পে বহু শিশুর মৃত্যুর আশঙ্কা
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 10:49 PM BdST Updated: 23 Jun 2022 10:49 PM BdST
-
ছবি: বিবিসি
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে বহু শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। বিবিসি’র কাছে তারা এই আশঙ্কার কথা জানান।
বুধবারের এ বিপর্যয়ে এখন পর্যন্ত সহস্রাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্ধুর এলাকা এবং উপযুক্ত সরঞ্জামের অভাবের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত দেড় হাজারের মতো মানুষকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।
পাকটিকা প্রদেশের এক হাসপাতালে ভর্তি এক নারী সাংবাদিকদের জানান, ভূমিকম্পে তিনি তার পরিবারের ১৯ সদস্যকে হারিয়েছেন।
“সাতজন এক কক্ষে ছিল। আরেক কক্ষে ছিল পাঁচজন। আরেক কক্ষে চারজন। আরেক কক্ষে তিনজন। সবাই মারা গেছে”, বলেন তিনি।
বুধবার রাতে তালেবান কর্মকতারা বলেছিলেন, বেশিরভাগ জায়গাতেই অনুসন্ধান এবং উদ্ধার অভিযান শেষ হয়েছে। যদিও প্রত্যন্ত কয়েকটি অঞ্চলে উদ্ধার অভিযান তখনও চালু ছিল।
এক তালেবান মুখপাত্র বলেন, “আমরা ওইসব এলাকায় পৌঁছতে পারছিনা। নেটওয়ার্ক খুবই দুর্বল।” পাকটিকার প্রত্যন্ত অঞ্চলে দুর্গতদের জরুরি আশ্রয় ও খাবার দেওয়ার অভিযানে কাজ করে যাচ্ছে জাতিসংঘও।
ভূমিকম্পে বেঁচে যাওয়ারা এবং উদ্ধারকর্মীরা বিবিসি কে বলেছেন, ভূমিকম্পের উৎসস্থলের কাছের গ্রামগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাস্তা এমনকী মোবাইল ফোট টাওয়ারও ধ্বংস হয়েছে। এই ধ্বংসযজ্ঞের মধ্যে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
হতাহতের ঘটনা অধিকাংশ ঘটনাই পাকটিকা প্রদেশের গায়ান ও বারমাল জেলায়। গায়ানের একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া একজন তার অভিজ্ঞতা জানিয়ে বিবিসি কে বলেছেন, “গর্জনের মতো একটা শব্দ শোনা যায়। এতে আমার বিছানা কাঁপতে শুরু করে।”
“এরপর ছাদ ভেঙে পড়ে। আমি আটকা পড়ে যাই। কিন্তু আকাশ দেখতে পাচ্ছিলাম। কাঁধে, মাথায় আঘাত পেলেও বের হয়ে আসতে পারি। আমি নিশ্চিত যে, আমার পরিবারের ৭ থেকে ৯ জন, যারা একই ঘরে ছিলাম সবাই মারা গেছে।”
ভূমিকম্পে গুরুতর আহত হয়েছেন ছয় সন্তানের এক মা। বিবিসি-কে তিনি বলেন, তার গ্রামে বহু মানুষ মারা গেছে। এর মধ্যে কেবল তার নিজ পরিবারেরই ৭ সদস্য আছে। পাকিস্তানে শ্রমিকের কাজ করে সদ্যই আফগানিস্তানে নিজ গ্রামে ফিরে ভূমিকম্পের কবলে পড়া আরেক ব্যক্তি জানান, তার মেয়েসহ পরিবারের ২০ সদস্যের মৃত্যু হয়েছে।
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
রাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
-
কীসের পদত্যাগ, আরও এক যুগ ক্ষমতায় থাকতে চান জনসন
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
জি-৭ সম্মেলন শুরুর আগে কিইভে মুহুর্মূহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল