নির্জন কারাবাসে পাঠানো হল সু চিকে
Published: 23 Jun 2022 09:52 PM BdST Updated: 23 Jun 2022 09:52 PM BdST
-
ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। ফাইল ছবি: রয়টার্স
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে গৃহবন্দিত্ব থেকে রাজধানী নিপিধোর নির্জন কারাবাসে পাঠানো হয়েছে।
৭৭ বছর বয়সী নোবেল জয়ী সু চি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরই গ্রেপ্তার হন। এরপর থেকে রাজধানীর গোপন একটি স্থানে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।
দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলায় সু চি’র বিচার চলছে। এর মধ্যে দু’একটি মামলার রায়ে তার ১১ বছরের কারাদণ্ডও হয়েছে। তবে সুচি তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করে আসছেন।
মিয়ানমারের সেনা শাসকরা বুধবারই সু চির বিরুদ্ধে চলমান সব আইনি কার্যক্রম আদালতকক্ষ থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।এবার সু চিকে নির্জন কারাবাসে পাঠানোর কারণে তিনি আরও বিচ্ছিন্ন হয়ে পড়বেন।
সু চির মামলার বিচার কার্যক্রম আদালত থেকে কারাগারে স্থানান্তর
আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা বিবিসি বার্মিজ-কে বলেছেন, বুধবার সু চিকে কারাগারের ভেতরে আলাদা এবং বিশেষভাবে তৈরি কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। তার সহকর্মী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকেও একইভাবে নির্জন কারাবাসে রাখা হয়েছে।
সুচির স্বাস্থ্য ভাল আছে এবং তার দেখভাল করার জন্য তিনজন নারী কারাকর্মী আছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
মিয়ানমারের সামরিক সরকারের কাছ থেকে সংক্ষিপ্ত এক বিবৃতিতে সু চিকে কারাগারে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে। মিয়ানমারের অপরাধ আইনানুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
সু চিকে কতদিন নির্জন কারাবাসে রাখা হবে তা স্পষ্ট নয়। সু চির সাজাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তার মুক্তি দাবি করেছে পশ্চিমা দেশগুলো। তবে সামরিক বাহিনী বলছে, সু চিকে একটি স্বাধীন বিচার ব্যবস্থায় তার প্রাপ্য আইনি সুবিধাই দেওয়া হচ্ছে।
-
যেভাবে বিদায় হতে পারে জনসনের
-
দুই বছর পর বড় পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু
-
রাশিয়াকে ঘাঁটানো বোকামি হবে, যুক্তরাষ্ট্রকে মেদভেদেভ
-
জ্বালানি কিনতে পুতিনের সাহায্য চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
-
সুইডেনে রাজনৈতিক উৎসবে ছুরিকাঘাতে নারী নিহত
-
মর্গেও গুলিবিদ্ধ কৃষ্ণাঙ্গ যুবকের মৃতদেহে হাতকড়া পরানো ছিল
-
শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
-
যুক্তরাষ্ট্রের উন্নত দুই রকেট ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি