১৯ বছর সিঙ্গাপুরে শ্রম দিয়ে বাংলাদেশিকে ফিরতে হল ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগে
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 09:31 PM BdST Updated: 23 Jun 2022 09:31 PM BdST
ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে ওয়ার্কপারমিট নবায়ন না করায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসতে হয়েছে এক প্রবাসী বাংলাদেশিকে।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে,জাকির হোসেন খোকন নামের ওই ব্যক্তি ১৯ বছর ধরে সিঙ্গাপুরে নির্মাণ খাতে কর্মরত ছিলেন।
৪৩ বছর বয়সী জাকির শুরু থেকেই সেখানে লেখালেখিতে যুক্ত ছিলেন। এ বিষয়ে দুটো গ্রুপও তৈরি করেছিলেন তিনি।
বুধবার এক ফেইসবুক পোস্টে জাকির জানান, গত ২৪ মে তার নিয়োগকর্তার কাছ থেকে তিনি জানতে পারেন, তার কাজের অনুমতির মেয়াদ শেষ এবং সেটা আর নবায়ন করা যাচ্ছে না।
জাকির বলেন, ওয়ার্ক পারমিট নবায়ন কর্তৃপক্ষ তাকে প্রাথমিকভাবে জানিয়েছে, সিঙ্গাপুর সরকারের একটি সংস্থায় ‘বিরূপ রেকর্ড’ থাকায় তার কাজের অনুমতি আর বাড়ানো হয়নি।
“আমার কোম্পানির মানবসম্পদ বিভাগের পরামর্শে আমি পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্স, ইমিগ্রেশন ও চেকপয়েন্ট অথরিটির (আইসিএ) কাছে যাই। উভয় কর্তৃপক্ষই আমাকে জানায়, আমার বিরুদ্ধে তাদের কাছে খারাপ কোনো রেকর্ড নেই।
“প্রাক্তন জনশক্তি মন্ত্রী জোসেফাইন টিও বলেছিলেন, যদি ‘খারাপ রেকর্ড’-এর কারণে ওয়ার্ক পারমিট নবায়ন করতে না দেওয়া হয়, তবে সেই কর্মীকে তার অপরাধ সম্পর্কে অবগত করা হবে এবং আইনপ্রয়োগকারী সংস্থাও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমার ক্ষেত্রে দুটোর একটাও ঘটেনি।”
জাকিরকে পরে বলা হয়েছিল, এটি একটি প্রশাসনিক ভুল এবং সে কারণে তার ওয়ার্ক পারমিট নবায়নের আবদেন প্রত্যাখ্যান করা হয়েছিল।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যমগুলোর প্রশ্নের জবাবে দেশটির জনশক্তি মন্ত্রণালয় বলেছে, সিঙ্গাপুরে কাজ করার জন্য আবেদনকারীর যোগ্যতা এবং কাজের পাস বা ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রে তারা বিভিন্ন বিষয় মাথায় রাখে।

“কিন্তু, যখন কোনো পাবলিক পোস্ট বিভ্রান্তি, মিথ্যা অথবা উসকানিমূলক তথ্য ছড়ায়, আমরা সেগুলো আলাভাবে দেখি।”
২০২১ সালের অক্টোবরে মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তকে কেন্দ্র করে একটি ডরমিটরিতে প্রবাসী কর্মীরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখোমুখি অবস্থান নিয়েছিল। ওই ঘটনায় দাঙ্গা পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছিল, যা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন জাকির।
প্রবাসী কর্মীদের ডরমিটরিতে নিম্নমানের খাবার, সুযোগসুবিধার অভাব, কোভিডে আক্রান্ত কর্মীদের স্বাস্থ্যসেবাক কেন্দ্রে নিতে বিলম্বের অভিযোগে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল কর্মীরা।
দেশটির জনশক্তি মন্ত্রণালয় বলছে, সে সময় এক ফেইসবুক পোস্টে জাকির সিঙ্গাপুরে অভিবাসী কর্মীদের ‘শ্রমদাস’ এবং ডরমেটরিগুলোকে ‘শ্রমিকের খোয়াড়’ হিসেবে বর্ণনা করেন। সৈন্যবাহিনী ও সাঁজোয়া যান ডরমেটরিটি ঘিরে রেখেছে বলেও সেই পোস্টে তিনি দাবি করেন।
মন্ত্রণালয় বলছে, “ওই ঘটনার বর্ণনাটি মিথ্যা ছিল। সেখানে কোনো সৈন্য বা সাঁজোয়া যান ছিল না।”
কর্তৃপক্ষ বলছে, জাকিরের বক্তব্য ওই ডরমিটরি ও অন্যান্য এলাকার অভিবাসী কর্মীদের উসকে দিতে পারত, আর সেক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারত।
অন্যদিকে জাকির বলছেন, যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, তা ‘নতুন কিছু নয়’। আর কোভিড মহামারী শুরু পর থেকে অনেকেই সামাজিক সমস্যা, অভিবাসী বা স্থানীয়দের সঙ্কট নিয়ে মুখ খুলতে শুরু করেছেন।
“আমি কেবল এ বিষয়গুলো তুলে ধরেছি, কারণ আমার চারপাশে সেগুলো ঘটতে দেখেছি। এগুলো অসহনীয়। জনাকীর্ণ ডরমিটরির কারণে আমি নিজেও কোভিডে আক্রান্ত হয়েছিলাম এবং একাধিকবার কোয়ারেন্টাইনে ছিলাম।”
তিনি বলেন, “দেশের বাইরে সিঙ্গাপুরই আমার বাড়ির মত। আমি চাই এই দেশটা আরও ভালো করুক। এজন্য সিঙ্গাপুরকে তার জনগণ, এমনকি অভিবাসীদের কথাও শুনতে শিখতে হবে।
“আমি কথাগুলো বলেছি, কারণ আমি বিশ্বাস করি, এর মাধ্যমে সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের অবস্থার উন্নতি হতে পারে। আমি এই দেশকে ভালোবাসি। আমি চেয়েছিলাম সিঙ্গাপুর যেন অন্য দেশগুলোর জন্য উদাহরণ হয়।”
জাকির তার ওয়ার্ক পারমিট নবায়ন না করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও তার নিয়োগকর্তা তা করেননি।
কর্তৃপক্ষ বলছে, সিঙ্গাপুরে একজন বিদেশির কাজ করার সামর্থ্য তার অধিকার নয়। জাকিরকে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, যদিও তিনি দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করেছেন।
“তার পাসের মেয়াদ শেষ হয়ে গেছে। সিঙ্গাপুরে তার আর চাকরি না থাকায় সেখানে থাকার মেয়াদ তিনি বাড়াতে পারবেন না।”
-
কলম্বোতে স্কুল বন্ধ, জ্বালানি বাঁচাতে চলছে ‘ওয়ার্ক ফ্রম হোম’
-
এশীয় নেটো বানাচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ উত্তর কোরিয়ার
-
লিসিচ্যাংস্কেও পৌঁছে গেছে রুশ বাহিনী, ওদেসা-চেরকাসিতে ক্ষেপণাস্ত্র হামলা
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
শত বছরে প্রথমবার ঋণখেলাপি রাশিয়া
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
কলম্বোতে স্কুল বন্ধ, জ্বালানি বাঁচাতে চলছে ‘ওয়ার্ক ফ্রম হোম’
-
এশীয় নেটো বানাচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ উত্তর কোরিয়ার
-
লিসিচ্যাংস্কেও পৌঁছে গেছে রুশ বাহিনী, ওদেসা-চেরকাসিতে ক্ষেপণাস্ত্র হামলা
-
শত বছরে প্রথমবার ঋণখেলাপি রাশিয়া
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি