খারকিভে রুশ বাহিনীর তুমুল রকেট হামলা, নিহত ১৫
>> রয়টার্স
Published: 22 Jun 2022 05:30 PM BdST Updated: 22 Jun 2022 05:30 PM BdST
-
ছবি: রয়টার্স
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর একের পর এক রকেট হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।
মঙ্গলবার নগরীর উপকণ্ঠে একটি পল্লী এলাকায় এ হামলা হয়। বুধবার সকালেও হামলা চলছে।
বিধ্বস্ত ঘরবাড়ির স্তুপের মধ্যে দাঁড়িয়ে খারকিভের কৌঁসুলি মিখাইলো মারতোস রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন, “রাশিয়ার সেনারা গোলা ছুড়েছে। সম্ভবত বেশ কয়েকটি রকেট লাঞ্চার ছিল। এর ধ্বংসযজ্ঞ হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার মতো।”
হামলায় পুড়ে যাওয়া একটি গ্যারেজের ধ্বংসস্তুপ থেকে চিকিৎসাকর্মীরা এক বয়স্ক নারীর লাশ বের করে এনে কাছের একটি ভ্যানে তুলে নিয়ে গেছে।
নিহত ওই নারীর নাতি বলেন, “তার বয়স ছিল ৮৫ বছর। দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালে তিনি ছিলেন শিশু। একটি যুদ্ধে তিনি প্রাণে বাঁচলেও এই যুদ্ধে বাঁচতে পারলেন না। পালানোর কোনও পথ ছিল না। বিশেষত, দাদী এখান থেকে কোথাও যেতেও চাননি।”
ইউক্রেইন কর্তৃপক্ষ খারকিভে মঙ্গলবারের রুশ হামলায় হতাহতের সংখ্যার হিসাব দিয়ে বলেছে, গোলা হামলায় ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। তাছাড়া, মঙ্গলবার রাতভর হামলা এবং বুধবার সকালের হামলাতেও আরও হতাহতের ঘটনার খবর জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউক্রেইনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্তোভিচ এক ভিডিও ভাষণে বলেছেন, “রুশ বাহিনী এর আগে মারিউপোলে যেযভাবে আক্রমণ করছিল ঠিক সেভাবেই তারা এখন খারকিভ নগরীতে আক্রমণ শানাচ্ছে। লোকজনকে ভয় পাইয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই এমন হামলা চালাচ্ছে তারা।”
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
রাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
-
কীসের পদত্যাগ, আরও এক যুগ ক্ষমতায় থাকতে চান জনসন
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
জি-৭ সম্মেলন শুরুর আগে কিইভে মুহুর্মূহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’