ফ্রান্সে প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ম্যাক্রোঁ
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2022 11:37 PM BdST Updated: 21 Jun 2022 11:37 PM BdST
-
ছবি: রয়টার্স
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর সমালাচনার মুখে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখান করে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সরকারকে অবশ্যই ‘সক্রিয় থেকে কাজ করে যেতে হবে’।
গত রোববার ফ্রান্সের জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়। ভোটে ম্যাক্রোঁর দলের জোট দেশটির জাতীয় পরিষদের নিয়ন্ত্রণ হারায়। তারপর থেকেই সমালোচিত হচ্ছেন বোর্ন। যাকে নিজের প্রধামন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন ম্যাক্রোঁ।
গত এপ্রিলে ভোটে জিতে দ্বিতীয় মেয়াদের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যাক্রোঁ। মাত্র দুই মাসের মাথায় তার দলের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো স্বাভাবিকভাবেই ম্যাক্রোঁ সরকারকে চাপে ফেলেছে। কারণ, এখন যেকোনও বিল পাস করতে তার বিরোধীদের সমর্থন প্রয়োজন পড়বে।
বিবিসি জানায়, মঙ্গলবার ম্যাক্রোঁর বিরোধীদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। কিন্তু মেরিন লা পেনের কট্টরডানপন্থি বা জ্যঁ-লুক মিলশ্যঁয়ের বাম-গ্রিন জোটের কেউই ম্যাক্রোঁর মধ্যপন্থি দলের সঙ্গে কাজ করতে আগ্রহী না।
ম্যাক্রোঁর দল ২৪৫টি আসন পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল অন্তত ২৮৯টি আসন। ম্যাক্রোঁ মরিয়া হয়ে ফ্রান্সের রাজনীতিতে যে কোনও ধরনের অচলাবস্থা ঠেকাতে চান।
ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী বোর্ন মঙ্গলবার সকালে রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কাছে একটি চিঠি পাঠিয়ে তার পদত্যাগের প্রস্তাব দেন। কিন্তু প্রেসিডেন্ট তার প্রস্তাব বাতিল করেছেন।
যদিও প্রচলিত প্রথা অনুযায়ী, ফ্রান্সে জাতীয় নির্বাচনের পর দেশটির বর্তমান প্রধানমন্ত্রী তার পদত্যাগের প্রস্তাব দেন এবং বেশিরভাগ সময় প্রেসিডেন্ট তাকে পুনঃনিয়োগ দেন। যেন তিনি নতুন করে সরকার গঠনের কাজ শুরু করতে পারেন।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। এলিসি প্রাসাদ থেকে বলা হয়েছে, ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী বোর্নকে পদত্যাগ না করে একই মন্ত্রিসভা নিয়ে দায়িত্ব পালন করে যেতে বলেছেন।
বিশেষজ্ঞদের ধারণা, এর মাধ্যমে ম্যাক্রোঁ হয়ত সময় নিতে চাইছেন। এ সময়ের মধ্যে হয়ত ম্যাক্রোঁ নতুন সরকার গঠন করা এবং বোর্ন সেটির প্রধান থাকবেন নাকি থাকবেন না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার এবং বুধবার দলের প্রতিনিধিরা উচ্চ পর্যায়ের আলোচনার জন্য এলিসি প্রাসাদে যাবেন বলে জানায় বিবিসি।
ম্যাক্রোঁ খুব সম্ভবত ডানপন্থি রিপাবলিকানদের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হতে চেষ্টা করবেন। দলটির পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়, তাদের নেতা ক্রিস্টিয়ান জ্যাকব এলিসি প্রাসাদের ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
তবে তারা কতটা ঐক্যমতে পৌঁছাতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, ফ্রান্সের একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকব বলেছেন, ‘‘তিনিই (ম্যাক্রোঁ) ওই ব্যক্তি যিনি অহংকার করেছিলেন এবং এখন তিনি সাহায্যের জন্য ডাকছেন।
“আমরা আমাদের অবস্থানে খুবই পরিষ্কার। আমরা ইমানুয়েল ম্যাক্রোঁর বিরোধী দলে এবং সেখানেই থাকব।” ছোট ছোট আরো কয়েকটি দলের নেতাদের ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
রাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
-
কীসের পদত্যাগ, আরও এক যুগ ক্ষমতায় থাকতে চান জনসন
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
জি-৭ সম্মেলন শুরুর আগে কিইভে মুহুর্মূহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’