মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের যোগব্যায়াম অনুষ্ঠানে হামলা
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2022 10:40 PM BdST Updated: 21 Jun 2022 11:05 PM BdST
-
ছবি ইউটিউব ভিডিও
বিশ্ব ইয়োগা দিবস উপলক্ষে মঙ্গলবার মালদ্বীপের রাজধানী মালের ফুটবল স্টেডিয়ামে যোগব্যায়াম অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতীয় হাই কমিশন। কিন্তু তাতে ব্যাঘাত ঘটাল ক্ষুব্ধ একদল মানুষ।
‘দ্য হিন্দু’ পত্রিকা জানায়, স্টেডিয়ামে কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা সহ প্রায় ১৫০ জন আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসের ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কিন্তু আকস্মিক সেখানে হামলা হয়। ক্ষুব্ধ জনতা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায় এবং ভাঙচুর করে।
গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মালদ্বীপের পতাকার খুঁটি এবং পতাকা হাতে একদল লোক স্টেডিয়ামে ঢুকে যোগব্যায়ামের আসনে বসে থাকা লোকজনের ওপর হামলা করতে তেড়ে যাচ্ছে। এ সময় লোকজন আসন থেকে উঠে পড়ে।
মালদ্বীপের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও পিপার স্প্রে ছুড়ে পুলিশ। এরপর আবার অনুষ্ঠান শুরু হয় বলে জানিয়েছেন মালের কর্মকর্তারা।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ জানিয়েছেন, ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। এক টুইটে প্রেসিডেন্ট বলেন, “বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক দুই নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বেশ কিছু দিন ধরেই মালদ্বীপের মুসলিমরা বিক্ষোভ করে আসছে।
যোগব্যায়াম দিবসের আগে বিক্ষোভকারীরা স্যোশাল মিডিয়ায় যোগব্যায়ম নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যোগব্যায়ামকে ইসলামবিরোধী আখ্যা দেয় তারা। এরপরই ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে ওই তাণ্ডব চালায় বিক্ষুব্ধরা।
মালদ্বীপের ক্ষমতাসীন মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি) সহিংস এই হামলার কড়া নিন্দা জানিয়েছে। “আমাদের মতো এরকম শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাজে এ ধরনের বেপরোয়া, সহিংস কর্মকাণ্ডের কোনও স্থান নেই”, বলেছে তারা।
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
রাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
-
কীসের পদত্যাগ, আরও এক যুগ ক্ষমতায় থাকতে চান জনসন
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
জি-৭ সম্মেলন শুরুর আগে কিইভে মুহুর্মূহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’