‘ইইউ সদস্য পদপ্রার্থী হওয়ার পথে ইউক্রেইন’
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2022 09:52 PM BdST Updated: 21 Jun 2022 09:56 PM BdST
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৃহস্পতিবারেই ইউক্রেইনকে সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে একজন প্রার্থী হিসেবে গ্রহণ করে নিতে পারে বলে জানিয়েছেন ইইউ মন্ত্রী ও কূটনীতিকরা।
এই আনুষ্ঠানিক প্রার্থিতা প্রতীকী হলেও এটি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে মনোবল বাড়ানোর মত সিদ্ধান্ত হবে বলে মনে করছেন তারা।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করে। তার চারদিন পর ইইউ-র সদস্যপদ পেতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ইউক্রেইন।
গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লিয়েন ইইউ’র সদস্য পদপ্রার্থী হিসেবে ইউক্রেইনের পক্ষে সুপারিশ করেছেন। দেশটিকে ইইউ সদস্যপদ পেতে আরও কিছু ধাপ পেরোতে হবে।
প্রথমেই ভন ডার লিয়েনের সুপারিশে ইইউ এর ২৭ টি সদস্যদেশের স্বাক্ষর লাগবে। এ নিয়ে আগামী বৃহস্পতি ও শুক্রবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে দেশগুলোর নেতাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক তিন কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে ইইউ নেতারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। ২৭ সদস্যরাষ্ট্রের কেউই ইউক্রেইনের বিষয়ে আপত্তি জানায়নি।
ইইউ সদস্য হওয়ার পথে এক ধাপ এগুলো ইউক্রেইন
লুক্সেমবার্গের বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী জেন অ্যাসেলবর্ন সাংবাদিকদের বলেন, ‘‘আমরা সেই বিন্দু ধরে কাজ করছি যেখানে আমরা (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনকে বলি, ইউক্রেইন ইউরোপের। যে মূল্যবোধগুলি ইউক্রেইন রক্ষা করে আমরাও তা রক্ষা করব।”
ইউক্রেইনের পাশপাশি মলডোভারও আনুষ্ঠানিকভাবে ইইউ সদস্যপদের জন্য প্রার্থিতা প্রায় নিশ্চিত বলে জানান কূটনীতিকরা। আরেক দেশ জর্জিয়াকেও অবশ্যই সব শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে সে দেশের রাজনীতিতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে।
ইউক্রেইনকে নিয়ে ইইউর পূর্ব ইউরোপীয় সদস্যদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে। তবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি ইউক্রেইনের আনুষ্ঠানিক প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন।
বলেন, ‘‘এটা খুব ভালো এবং এটা এমন কিছু যেটা ডেনমার্ক পূর্ণহৃদয় দিয়ে সমর্থন করে। আমরা ইউক্রেইনকে তাদের ইউরোপীয় হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করতে চাই।”
ইউক্রেইনকে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা দেওয়া হলেও দেশটির ইইউ-র পূর্ণ সদস্যপদ পেতে কয়েক বছর লেগে যেতে পারে।
ইউক্রেইনের ইইউতে যোগ দেওয়ার ইচ্ছার বিষয়ে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেইনের ইইউয়ে যোগ দেওয়া ইচ্ছার বিরুদ্ধে ‘আপত্তি জানানোর কোনো কারণ’ তার কাছে নেই।
তবে তার মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, (ইউক্রেইনের ইইউতে যোগ দেওয়ার) দিকে যেকোনও পদক্ষেপ সেদিকে মস্কোর ‘মনযোগ বাড়াবে। তিনি বলেন, ‘‘আমরা সকলেই ইইউর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে ইউরোপে আলোচনার গুরুত্ব সম্পর্কে জানি।”
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
রাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
-
কীসের পদত্যাগ, আরও এক যুগ ক্ষমতায় থাকতে চান জনসন
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
জি-৭ সম্মেলন শুরুর আগে কিইভে মুহুর্মূহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল