সুদানে নতুন বন্দর বানাবে আরব আমিরাত
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2022 06:27 PM BdST Updated: 21 Jun 2022 06:27 PM BdST
-
সুদানের রেড সি রাজ্যে অবস্থিত পোর্ট। ফাইল ছবি। রয়টার্সের
সুদানে ছয়শ কোটি ডলার বিনিয়োগ প্রকল্পের অংশ হিসেবে লোহিত সাগরে নতুন একটি বন্দর বানাতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
চুক্তির অন্যতম অংশীদার ডিএএল গ্রুপের চেয়ারম্যান ওসামা দাউদ আবদেললতিফ বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
ওই বিনিয়োগ প্রকল্পের আওতায় একটি মুক্ত বাণিজ্য অঞ্চল, একটি বৃহৎ কৃষি প্রকল্প ও সুদানের কেন্দ্রীয় ব্যাংকে ত্বরিতগতিতে ৩০ কোটি ডলার জমা করার প্রতিশ্রুতিও আছে, বলেছেন আবদেললতিফ।
এই অর্থ জমা হলে, তা হবে গত বছরের অক্টোবরে সামরিক বাহিনী সুদানের সর্বময় ক্ষমতা নিয়ে নেওয়ার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকে এ ধরনের প্রথম জমা।
ওই সেনা অভ্যুত্থানের পর পশ্চিমা দাতারা আফ্রিকার দেশটিতে শত শত কোটি ডলারের বিনিয়োগ ও সহায়তা বন্ধ করে দেয়, যা এমনিতেই ধুঁকতে থাকা সুদানের অর্থনীতিকে আরও বিপাকে ফেলে এবং খুবই জরুরি বিদেশি মুদ্রা সংগ্রহে সরকারের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করে।
বুধবার দেশটির অর্থমন্ত্রী জিব্রিল ইব্রাহিম বন্দর ও কৃষি প্রকল্প নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়টার্সকে বলেছিলেন। তবে তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
চুক্তির বিষয়ে জানতে চেয়ে সুদানের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযাগ করা হলে তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকেও সাড়া পাওয়া যায়নি।
ডিএএল গ্রুপ ও আবু ধাবির কোম্পানি এডিকিউয়ের মালিকানাধীন আবু ধাবি পোর্টের যৌথ প্রকল্প ৪০০ কোটি ডলারের নতুন এ বন্দর সব ধরনের পণ্য আনা নেওয়া করবে এবং সুদানের প্রধান বন্দর পোর্ট সুদানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে, বলেছেন আবদেললতিফ।
পোর্ট সুদান থেকে ২০০ কিলোমিটার উত্তরে হতে যাওয়া বন্দরটিতে দুবাইয়ের জেবেল আলি বন্দরের মতোই একটি মুক্ত বাণিজ্য ও শিল্প অঞ্চল থাকবে; থাকবে একটি ছোট আন্তর্জাতিক বিমানবন্দরও, বলেছেন ডিএএলের চেয়ারম্যান।
নকশা ও সম্ভাব্যতা যাচাইসহ প্রকল্পটির কাজ অনেকদূর এগিয়েছে, বলেছেন তিনি।
পোর্ট সুদানে উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ এবং দেশের অন্যত্র কৃষি প্রকল্প নিয়ে গুঞ্জন অতীতে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিল, কখনো কখনো বিক্ষোভও হয়েছিল।
অবকাঠামোগত নানান প্রতিবন্ধকতায় জর্জরিত পোর্ট সুদান গত বছরেররর শেষদিকেও রাজনৈতিক অবরোধে ৬ সপ্তাহ বন্ধ ছিল, যার কারণে আন্তর্জাতিক অনেক ব্যবসায়ীই বন্দরটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
আমিরাতের সঙ্গে চুক্তিতে সুদানের উত্তরাঞ্চলের আবু হামাদ শহরে একটি কৃষি প্রকল্প সম্প্রসারণ ও বিকাশের বিষয়টিও আছে। এ প্রকল্পে থাকছে আবু ধাবির আইএইচসি ও ডিএএল এগ্রিকালচার।
বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় গত বছরের জুলাইয়ে আরব আমিরাতের সঙ্গে ছয়শ কোটি ডলারের এই চুক্তির ব্যাপারে সমঝোতা হয়েছিল, বলেছেন আবদেললতিফ।
তবে সেসময়ের মন্ত্রিপরিষদের দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, চুক্তির অন্য একটি সংস্করণ নিয়ে সেসময় পর্যালোচনা করা হয়েছিল, তবে অনেকের আপত্তির কারণে তা শেষ পর্যন্ত মন্ত্রিসভার ভোটে ওঠেনি।
সুদানের উচ্চপদস্থ দুই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সম্প্রতি উপসাগরীয় দেশগুলোতে সুদানের নেতা জেনারেল আবদেলফাত্তাহ আল-বুরহানের সফরের সময়ই তার ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের মধ্যে নতুন চুক্তিটির খসড়া নিয়ে সমঝোতা হয়।
আবু ধাবি পোর্টের এক প্রতিনিধি জানিয়েছেন, এ চুক্তি প্রসঙ্গে তার কোম্পানির কোনো মন্তব্য নেই।
চুক্তির অন্যান্য অংশীদার এডিকিউ, আবু ধাবি ফান্ড, আইএইচসি এবং আবু ধাবি ও আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্যও পায়নি রয়টার্স।
“আমরা এবং আমিরাতে আমাদের অংশীদাররা মিলে এরই মধ্যে একটি ব্যাংক, একটি হোটেল ও খনিতে বিনিয়োগ করেছি। আমিরাত একটি স্থিতিশীল সুদান চায়, তাহলে তারা এ ধরনের আরও আরও বিনিয়োগ করতে পারবে। সব ঠিকঠাক হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারি না আমরা,” বলেছেন আবদেললতিফ, যার কোম্পানি সুদানের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি জেইন সুদানের নিয়ন্ত্রণ নিতেও জোর চেষ্টা চালাচ্ছে।
২০১৯ সালে ব্যাপক বিক্ষোভের পর দেশটির সেনাবাহিনী ওমর আল-বশিরকে উৎখাত করার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সুদানকে সহায়তা ও অনুদান বাবদ মোট ৩০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। দেশ দুটি শেষ পর্যন্ত ওই অর্থের পুরোটা সরবরাহ করেনি বলে সুদানের সামরিক-বেসামরিক নেতারা জানিয়েছেন।
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
রাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
-
কীসের পদত্যাগ, আরও এক যুগ ক্ষমতায় থাকতে চান জনসন
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
জি-৭ সম্মেলন শুরুর আগে কিইভে মুহুর্মূহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’