মালিতে জঙ্গি হামলায় ১৩২ গ্রামবাসী নিহত
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2022 05:05 PM BdST Updated: 21 Jun 2022 05:05 PM BdST
পশ্চিমা আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলের গ্রামগুলোতে হামলা চালিয়ে জঙ্গিরা ১৩২ বেসামরিককে হত্যা করেছে।
শনি ও রোববার এ হামলাগুলো চালানো হয়, এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার।
বিবৃতিতে তারা বলেছে, শনি ও রোববারের মধ্যবর্তী রাতে মালির মোপতি অঞ্চলের বানকাসের গ্রামীণ এলাকার অন্তত তিনটি গ্রামে হামলা চালায় সালাফি গোষ্ঠী কাতিবা মাসিনার (মাসিনা লিবারেশন ফ্রন্ট) সদস্যরা।
বিবৃতিতে আরও বলা হয়, হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে এবং কিছু অপরাধীকে শনাক্ত করা হয়েছে।
২০১২ সালে এক অভ্যুত্থানের পর থেকে মালিতে জঙ্গি তৎপরতা শুরু হয়। এ তৎপরতা সামাল দেওয়ার দেশটির চেষ্টার মধ্যেই তা পশ্চিম আফ্রিকার শুষ্ক উত্তরাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে। সাহেল অঞ্চলে জঙ্গি গোষ্ঠীগুলোর হামলায় এ পর্যন্ত কয়েক হাজার নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এসব গোষ্ঠীর কোনো কোনোটির সঙ্গে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক আছে।
এদের দমনের জন্য ফ্রান্সের নেতৃত্বে আন্তর্জাতিক উদ্যোগ সক্রিয় থাকলেও এ জঙ্গি তৎপরতা মালির সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও বিস্তৃত হয়েছে।
ফেব্রুয়ারিতে ফ্রান্স জানিয়েছিল, মালিতে মোতায়েন সেনাদের প্রত্যাহার করে নেবে তারা। প্রায় এক দশক আগে দেশটিতে সেনা মোতায়েন করেছিল তারা। কিন্তু ২০২০ এ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মালির ক্ষমতা দখল করা জান্তা সরকারের সঙ্গে চলতি বছরের প্রথম দিকে প্যারিসের সম্পর্কের অবনতি ঘটে।
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
রাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
-
কীসের পদত্যাগ, আরও এক যুগ ক্ষমতায় থাকতে চান জনসন
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
জি-৭ সম্মেলন শুরুর আগে কিইভে মুহুর্মূহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল