ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালাল চীন
>> রয়টার্স
Published: 20 Jun 2022 08:57 PM BdST Updated: 20 Jun 2022 08:57 PM BdST
-
The Chinese flag is seen in this illustration taken May 30, 2022. REUTERS
ভূমি থেকে মাঝ আকাশেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংসের প্রযুক্তির ‘সফল পরীক্ষা চালানোর’ দাবি করেছে চীন।
রোববার রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষায় খবর জানানো হয়।
বলা হয়, কোনও দেশকে লক্ষ্য করে নয় বরং নিজেদের প্রতিরক্ষার জন্য তারা এই প্রযুক্তি ব্যবহার করবে।
সম্প্রতি চীন সব ধরনের ক্ষেপণাস্ত্রের উপর তাদের গবেষণা কার্যক্রমের গতি বাড়িয়েছে। যার মধ্যে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করে দেওয়া থেকে শুরু করে পারমাণবিক বোমা বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও রয়েছে।।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং য়ের উচ্চাভিলাষী সামরিক আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে এসব গবেষণা চলছে।
এর আগেও মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার (ইন্টারসেপ্টর) পরীক্ষা চালিয়েছিল বেইজিং।
দেশটি সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে এ ধরনের একটি পরীক্ষা চালানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। তার আগের পরীক্ষাটি চালায় ২০১৮ সালে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ২০১০ সাল থেকে চীন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তির পরীক্ষা চালিয়ে আসছে।
রোববার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে আরো বলা হয়, ওই দিন রাতেই মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মাঝারি পাল্লার এ প্রযুক্তির পরীক্ষা চালানো হয়েছে। “পরীক্ষাটি প্রত্যাশিত সাফল্য পেয়েছে।”
সম্প্রতি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় তাদের ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা দ্য টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) মোতায়েন করেছে। যার কঠোর বিরোধিতা করে আসছে চীন ও মিত্র রাশিয়া।
চীনের দাবি, থাডের শক্তিশালী রাডার-ব্যবস্থা চীনের ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের নজরদারির আওতায় নিতে পারে। চীন ও রাশিয়া যৌথভাবে ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়াও চালিয়েছে।
চীন তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে বিশ্বের কাছে খুব কম তথ্যই প্রকাশ করে। মাঝে মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বা তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে কিছু বিবৃতি দেয়া হয়। যদিও ওই সব বিবৃতিতে বিস্তারিত তথ্য থাকে না।
বেইজিং বরাবরই বলে, এই সব প্রযুক্তির সবই তাদের আত্মরক্ষার জন্য।
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
শত বছরে প্রথমবার ঋণখেলাপি রাশিয়া
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
রাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
-
শত বছরে প্রথমবার ঋণখেলাপি রাশিয়া
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
জি-৭ সম্মেলন শুরুর আগে কিইভে মুহুর্মূহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’