ইউক্রেইনের শস্য রপ্তানিতে রাশিয়ার অবরোধ যুদ্ধাপরাধ: ইইউ
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 07:30 PM BdST Updated: 20 Jun 2022 07:30 PM BdST
-
ছবি: রয়টার্স
ইউক্রেইনের শস্য রপ্তানির পথ বন্ধ করে দিয়ে রাশিয়া ‘প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধ করছে’ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এ কথা বলেছেন বলে জানায় বিবিসি।
তিনি বলেন, ‘‘এটা একটি অকল্পনীয় ব্যাপার...কেউ কল্পনাই করতে পারবে না যে, ইউক্রেইনে লাখ লাখ টন গম আটকা পড়ে আছে। অন্যদিকে, বাকি বিশ্বজুড়ে লোকজন অনাহারে ভুগছে। আমরা রাশিয়াকে ইউক্রেইনের বন্দরগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলাম।”
লুক্সেমবার্গে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের আগে এভাবেই নিজের হতাশার কথা প্রকাশ করেন বোরেল। কীভাবে এ সংকট মোকাবেলা করা যায় বৈঠকে তা নিয়েই আলোচনা করছেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসনের পর রাশিয়া শুরুতেই কৃষ্ণ সাগরে দেশটির সবগুলো বন্দরের দখল নেয়। ইউক্রেইন বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্যশস্য রপ্তানিকারক দেশ। রুশ বাহিনী তাদের বন্দরগুলোর দখল নেওয়ায় সমুদ্র পথে ইউক্রেইনের রপ্তানি বাণিজ্য শূন্যে নেমে এসেছে।
দেশটির গুদামে পড়ে থেকে নষ্ট হচ্ছে লাখ লাখ টন গম। যুদ্ধের কারণে এমনিতেই ইউক্রেইনের অর্থনীতি বিপর্যস্ত। রপ্তানি আয় বন্ধ হয়ে গেলে যুদ্ধ বিধ্বস্ত দেশটি আর ঘুরে দাঁড়াতে পারবে না।
ওদিকে,বিশ্ববাজারে ইউক্রেইন থেকে খাদ্যপণ্যের যোগান বন্ধ হয়ে যাওয়ায় সারা বিশ্বে খাদ্য সংকট দেখা দিয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খাবারের দাম। ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান বোরেল বলেন, ‘‘এটি প্রকৃতই যুদ্ধাপরাধ। এটা আরও দীর্ঘস্থায়ী হলে কী হতে পারে তা আমি কল্পনাও করতে পারছি না।”
যদি রাশিয়া ইউক্রেইনের অতি জরুরি এসব খাদ্যশস্য রপ্তানি অবরুদ্ধ করে রাখে তবে এজন্য মস্কোকে জবাবদিহিতার মুখোমুখি করা উচিত হবে বলেও মনে করেন তিনি।
ওদিকে রাশিয়া বলছে, যদি তাদের উপর আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় তবে তারা ইউক্রেইনের খাদ্যশস্য বের করে নিতে দেবে। রাশিয়ার দাবি, তাদের কারণে নয় বরং ইইউর কারণেই বিশ্বজুড়ে খাবারের দাম বাড়ছে এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় খাদ্য সংকট দেখা দিয়েছে।
রাশিয়াও বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্যশস্য রপ্তানিকারক দেশ। তার উপর দেশটি বিশ্বের শীর্ষ সার রপ্তানিকারক। রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণেও বিশ্ববাজারে খাদ্যশস্যের জোগানে সংকট তৈরি হয়েছে এবং সারের যোগানে ঘাটতির কারণে ভবিষ্যত ফসল উৎপাদন নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
রাশিয়ার দাবির জবাবে বোরেল বলেন, ‘‘আমি জোর দিয়ে বলতে চাই, বর্তমানে বিশ্বজুড়ে যে খাদ্য সংকট চলছে তার কারণ রাশিয়ার উপর ইইউ-র নিষেধাজ্ঞা নয়। রাশিয়ার খাদ্যশস্য বা সার লক্ষ্য করে আমরা কোনো নিষেধাজ্ঞা দেইনি।”
“বরং রাশিয়া ইউক্রেইনের খাদ্যশস্য বিশ্ববাজারে পৌঁছানোর পথ আটকে দেওয়ায় এ সংকট তৈরি হয়েছে।”
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘রাশিয়া পশ্চিমাদের কাছ থেকে সুবিধা আদায় করতে চাইছে। এজন্য তাদের অবশ্যই বিশ্বজুড়ে মানুষের অনাহার নিয়ে খেলা বন্ধ করতে হবে। খাদ্যশস্যের পথ রোধ করা বিশ্বের স্থিতিশীলতার জন্য খুবই বিপজ্জনক।”
-
লিসিচ্যাংস্কেও পৌঁছে গেছে রুশ বাহিনী, ওদেসা-চেরকাসিতে ক্ষেপণাস্ত্র হামলা
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
শত বছরে প্রথমবার ঋণখেলাপি রাশিয়া
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
রাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
-
লিসিচ্যাংস্কেও পৌঁছে গেছে রুশ বাহিনী, ওদেসা-চেরকাসিতে ক্ষেপণাস্ত্র হামলা
-
শত বছরে প্রথমবার ঋণখেলাপি রাশিয়া
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
জি-৭ সম্মেলন শুরুর আগে কিইভে মুহুর্মূহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’