কলম্বিয়ার প্রেসিডেন্ট হলেন বামপন্থি সাবেক গেরিলা পেত্রো
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 01:52 PM BdST Updated: 20 Jun 2022 02:06 PM BdST
-
স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে রাজধানী বোগোতার একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর কথা বলছেন কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট প্রার্থী গুস্তাবো পেত্রো। ছবি: রয়টার্স
বোগোতার সাবেক বামপন্থি মেয়র ও সাবেক বিদ্রোহী যোদ্ধা গুস্তাবো পেত্রো কলাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
দেশটির বর্তমান সেনেটর পেত্রো রোববারের রান-অফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডানপন্থি প্রার্থী ধনকুবের রোদোলফো এরনান্দেজকে পরাজিত করেন।
প্রদর্শিত ফলাফলে দেখা গেছে, পেত্রো মোট ভোটের ৫০ দশমিক ৫ শতাংশ আর এরনান্দেজ ৪৬ দশমিক ৯ শতাংশ পেয়েছেন। এভাবে প্রতিদ্বন্দ্বীকে সাত লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হন।
এম-১৯ গেরিলা মুভমেন্টের সাবেক সদস্য ৬২ বছর বয়সী এ নেতা নিজের জয়কে ‘ঈশ্বর ও মানুষের জন্য বিজয়’ বলে বর্ণনা করেছেন, জানিয়েছে বিবিসি।
টুইটারে তিনি লিখেছেন, “আজ স্বদেশের হৃদয়ে খুশির যে বন্যা বয়ে যাচ্ছে তা বহু কষ্টকে লাঘব করবে। আজ রাস্তা-ঘাটের দিন।”
তার রানিং মেট ফ্রান্তিয়া মার্কেজ দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। তিনি একজন অবিবাহিত মা ও সাবেক গৃহকর্মী।
এরনান্দেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে পরাজয় স্বীকার করে নিয়েছেন। টিকটক ভিডিওর অপ্রচলিত প্রচারণার ওপর নির্ভর করে ব্যাপক জনসমর্থন গড়ে তুলেছিলেন তিনি।
কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইভান দুকে টুইটারে বলেছেন, তিনি বিজয়ী পেত্রোকে অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলেন।
‘আগামী কয়েকদিনের মধ্যে সমন্বয়পূর্ণ, প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছভাবে ক্ষমতা হস্তান্তর শুরু করার জন্য’ তারা মিলিত হতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন দুকে। সাংবিধানিক মেয়াদ সীমাবদ্ধতার জন্য ফের নির্বাচনে প্রার্থী হতে পারেননি তিনি।
বামপন্থি গেরিলা না খামখেয়ালি ধনকুবের, কে হচ্ছেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট
নির্বাচনী প্রচারণাকালে পেত্রো বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ, পেনশন সংস্কার ও অনুৎপাদনশীল জমির ওপর উচ্চ কর আরোপসহ নানান পদক্ষেপের মাধ্যমে অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি ২০১৬ সালে ফার্ক গেরিলাদের সঙ্গে হওয়া শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও এখনও সক্রিয় ইএলএন বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই নিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়লেন পেত্রো। এর আগে ২০১০ এর নির্বাচনে চতুর্থ হয়েছিলেন তিনি আর ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফে দুকের কাছে পরাজিত হয়েছিলেন।
প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সহিংসতা দেখা দিতে পারে, এমন আশঙ্কায় নির্বাচনকে ঘিরে কলম্বিয়াজুড়ে প্রায় তিন লাখ ২০ হাজার পুলিশ ও সামরিক সদস্য মোতায়েন করা হয়। দেশটির কয়েকটি অংশে ভারি বৃষ্টিপাতের কারণে ৬০টি ভোট কেন্দ্র পরিবর্তন করা হয়। নির্বাচনে দেশজুড়ে প্রায় দুই কোটি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
রাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
-
কীসের পদত্যাগ, আরও এক যুগ ক্ষমতায় থাকতে চান জনসন
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
জি-৭ সম্মেলন শুরুর আগে কিইভে মুহুর্মূহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল