এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2022 10:55 AM BdST Updated: 29 May 2022 12:15 PM BdST
-
ছবি: রয়টার্স
-
ছবি: রয়টার্স
-
ছবি: রয়টার্স
লুহানস্ক অঞ্চলের শেষ অবস্থানগুলো থেকে ইউক্রেইনীয় বাহিনীগুলোকে পশ্চাদপসরণ করতে হতে পারে বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন। পূর্বাঞ্চলে রুশ বাহিনী অগ্রসর হতে থাকায় তিন মাস ধরে চলা ইউক্রেইন যুদ্ধের গতি বদলে যাচ্ছে।
পূর্বাঞ্চল থেকে ইউক্রেইনীয় বাহিনী প্রত্যাহার করা হলে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি দখলের লক্ষ্যের কাছাকাছি নিতে পারে বলে মন্তব্য করেছে বার্তা সংস্থা রয়টার্স।
একত্রে দনবাস নামে পরিচিত এই দুই এলাকায়ই পুতিনের বাহিনী অগ্রগতি অর্জন করেছে।
লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, রাশিয়ার সেনারা বেশ কয়েকদিন ধরে সিয়েভিয়ারোদোনেৎস্ক শহরে ইউক্রেইনের সেনাদের ফাঁদে ফেলার চেষ্টা করার পর সেখানে প্রবেশ করেছে।
দনবাস অঞ্চলে এখনও ইউক্রেইনের নিয়ন্ত্রণে থাকা বৃহত্তম শহর সিয়েভিয়ারোদোনেৎস্কের ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাইদাই জানিয়েছেন।
এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন, “আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়া লুহানস্ক অঞ্চলের দখল নিতে পারবে না বলে কিছু বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছেন।”

ছবি: রয়টার্স
“নিজেদের রক্ষা করার জন্য আমাদের যথেষ্ট শক্তি ও সম্পদ থাকবে। যাহোক সম্ভবত চারদিক থেকে ঘেরাও হয়ে না পড়ার জন্য আমাদের পশ্চাদপসরণ করতে হতে পারে,” বলেছেন তিনি।
রাশিয়াপন্থি ইউক্রেইনীয় বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, তারা এখন সিয়েভিয়ারোদোনেৎস্কের পশ্চিমে রেলওয়ে কেন্দ্র লেমান নিয়ন্ত্রণ করছে।
ইউক্রেইন জানিয়েছে, রাশিয়া লেমানের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে কিন্তু তাদের সেনারা দক্ষিণে স্লোভিনস্কের দিকে রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখে দিয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “আমাদের বর্তমান প্রতিরক্ষা সম্পদের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব ইউক্রেইন তার ভূখণ্ড রক্ষা করার চেষ্টা করছে।”
ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার দোনেৎস্ক ও লুহানস্কতে রুশ বাহিনীর আটটি হামলা রুখে দিয়েছে তারা, এ সময় ট্যাঙ্ক ও সাঁজোয়া যানও ধ্বংস করেছে।
“দখলদাররা যদি মনে করে লেমান ও সিয়েভিয়ারোদোনেৎস্ক তাদের হবে, তবে তারা ভুল করবে। দনবাস ইউক্রেইনীয়দেরই হবে,” জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন জেলেনস্কি।
-
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন একনাথ শিন্ধে
-
প্রায় আড়াই বছর পর চীনা মূল ভূখন্ডের বাইরে প্রেসিডেন্ট শি
-
স্নেক আইল্যান্ড থেকে সরে গেছে রুশ বাহিনী
-
নেটো সেনা নিয়ে ফিনল্যান্ড-সুইডেনকে পুতিনের হুঁশিয়ারি
-
পুতিন এখনও ইউক্রেইনের বেশিরভাগই দখলে নিতে চান: যুক্তরাষ্ট্র
-
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ধে: ঘোষণা ফড়নবীশের
-
মণিপুরে ভূমিধসে ৭ মৃত্যু, ৫৫ নিখোঁজ
-
নেটোর সম্মেলনের পর আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া
-
প্রায় আড়াই বছর পর চীনা মূল ভূখন্ডের বাইরে প্রেসিডেন্ট শি
-
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিন্ধে, উপ-মুখ্যমন্ত্রী হলেন ফড়নবীশ
-
স্নেক আইল্যান্ড থেকে সরে গেছে রুশ বাহিনী
-
পুতিন এখনও ইউক্রেইনের বেশিরভাগই দখলে নিতে চান: যুক্তরাষ্ট্র
-
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ধে, শপথ সন্ধ্যায়: ঘোষণা ফড়নবীশের
-
ফিনল্যান্ড -সুইডেনে নেটো সেনা পাঠালে জবাব দেবে রাশিয়া: পুতিন
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?