‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 07:32 PM BdST Updated: 25 May 2022 07:52 PM BdST
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক স্কুলে গুলি শুরু করার কয়েক ঘণ্টা আগে বন্দুকধারী সালভাদর রামোস সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো একটি লিখিত বার্তায় বলেছিলেন, “আমি কাজটা করতে যাচ্ছি।”
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক কিশোরীকে ১৮ বছর বয়সী রামোস বার্তাটি পাঠিয়েছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে জানা গেছে।
ডেইলি ডট জানিয়েছে, টেক্সাসের স্থানীয় সময় ভোর ৫টা ৪৩ মিনিটে রামোস বার্তাটি পাঠানোর পর ৭টা ৩৩ মিনিটে উত্তর আসে, কিশোরী প্রশ্ন করে জানতে চায়, সে কী করতে যাচ্ছে?
এর উত্তরে রামোস বলে, “সকাল ১১টার আগে আমি তোমাকে জানাবো।”
‘কী জানাবে’, কিশোরীর এমন প্রশ্নের উত্তরে রামোস জানায়, সে এক ঘণ্টার মধ্যে বার্তা পাঠাবে। উত্তরে কিশোরী ‘ওকে’ বলার পর রামোস বলে, “কিন্তু তোমাকে সাড়া দিতে হবে। গোপন একটা বিষয় আছে। আমি তোমাকে বলতে চাই।”
এর উত্তরে ওই কিশোরী জানায়, সে অসুস্থ এবং সে ঘুমিয়েও থাকতে পারে, তবে যদি সে জেগে থাকে তবে শুনবে। প্রাপ্তবয়স্ক না হওয়ায় ওই কিশোরীর নাম-পরিচয় প্রকাশ করেনি গণমাধ্যম।


এরপর গাড়ি নিয়ে সাউথ টেক্সাসের ইউভালডে শহরের রব এলিমেন্টারি স্কুলে কাছে যায় রামোস। সেখানে তার গাড়ি কোনো একটা কিছুর সঙ্গে ধাক্কা খায়। এরপর সে অনলাইন সেল থেকে সদ্য কেনা একটি হ্যান্ডগান এবং এআর-ফিফটিন সেমি অটোমেটিক রাইফেল নিয়ে স্কুলে প্রবেশ করে গুলি শুরু করে।
স্কুলটিতে ১৯ শিশু ও প্রাপ্তবয়স্ক দুই জনকে গুলি করে হত্যা করে সে, এরপর পুলিশের গুলিতে নিজেও মারা যায়।
এ হামলার কিছুক্ষণের মধ্যেই রামোসের বলে ধারণা করা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্কিনশট লোকজন শেয়ার করতে শুরু করে। পরে রামোসের ব্যবহৃত ওই অ্যাকাউন্ট মুছে দেয় ইনস্টাগ্রাম।
ওই কিশোরীকে এসব বার্তা পাঠানোর আগে রামোস দুটি বন্দুকের ছবি পাঠিয়েছিল।
টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
‘গান লবির বিরুদ্ধে দাঁড়াতে’ নাগরিকদের প্রতি আহ্বান বাইডেনের
পুলিশ জানিয়েছে, স্কুলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রামোস তার দাদির ওপরও গুলি চালিয়েছিল। সে ইউভালডের একটি হাইস্কুলের ছাত্র ছিল, পরে ওয়েনডি’স ফাস্ট ফুড চেইনের একটি শাখায় কাজ শুরু করে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর হওয়ার পর বৈধভাবেই সে কয়েকটি বন্দুক কিনেছিল। তার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্দুকের ছবিতে ভরা ছিল।
চলতি বছরের সেপ্টেম্বরে পাশ করা টেক্সাসের নতুন একটি আইন অনুযায়ী, যদি সুরক্ষার আদেশ থাকে তাহলে ১৮ থেকে ২১ বছর বয়সীরা বন্দুক কিনতে পারবে, কারণ তারা পারিবারিক সহিংসতা, গোপনে অনুসরণ, পতিতাবৃত্তি বা যৌন উদ্দেশ্যে পাচারের ঝুঁকিতে থাকতে পারে।
-
নাইজেরিয়ায় অপহৃতদের উদ্ধারে গিয়ে ৩০ সৈন্য নিহত
-
কেন্টাকিতে ‘নিখাদ নরকে’ গুলিতে ৩ পুলিশ নিহত
-
গর্ভপাত করাতে রাজ্য ছাড়তে হলে সুরক্ষা দেবে বাইডেন সরকার
-
ইউক্রেইনকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র
-
বিচ্ছেদ চান রুপার্ট মারডকের চতুর্থ স্ত্রী
-
ভারতে হিন্দু দর্জি হত্যার ২ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার
-
লিবিয়ায় পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের হানা
-
নূপুর শর্মার বক্তব্য তুলে ধরা সাংবাদিকের বিরুদ্ধে আরও ‘অভিযোগ’
-
নাইজেরিয়ায় অপহৃতদের উদ্ধারে গিয়ে ৩০ সৈন্য নিহত
-
কেন্টাকিতে ‘নিখাদ নরকে’ গুলিতে ৩ পুলিশ নিহত
-
ইউক্রেইনকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র
-
বিচ্ছেদ চান রুপার্ট মারডকের চতুর্থ স্ত্রী
-
গর্ভপাত করাতে রাজ্য ছাড়তে হলে সুরক্ষা দেবে বাইডেন সরকার
-
লিবিয়ায় পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের হানা
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নূপুর শর্মার বক্তব্য তুলে ধরা সাংবাদিকের বিরুদ্ধে আরও ‘অভিযোগ’