ইউক্রেইনে যুদ্ধাপরাধের প্রথম মামলায় রুশ সেনার দোষ স্বীকার
নিউজডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022 08:11 PM BdST Updated: 18 May 2022 08:11 PM BdST
-
কিইভে আদালত কক্ষে রুশ সেনা ভাদিম শিশিমারিন । ছবি: রয়টার্স
ইউক্রেইনে আগ্রাসনের সময় নিরস্ত্র এক বেসামরিক ইউক্রেইনীয়কে হত্যার অভিযোগ আদালতে স্বীকার করেছেন রুশ সেনা ভাদিম শিশিমারিন। বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে।
ট্যাঙ্ক কমান্ডার ২১ বছরের শিমিমারিনের বিরুদ্ধে অভিযোগ, আগ্রাসনের শুরুর দিকে তিনি ৬২ বছরের একজন ইউক্রেইনীয় বৃদ্ধকে গুলি করে হত্যা করেন।
গত শুক্রবার শিশিমারিনকে কিইভে প্রাথমিক শুনানির জন্য হাজির করা হয়।
গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর শিশিমারিনের মামলাই ইউক্রেইনে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রথম মামলা। আরো মামলা বিচারের আপেক্ষায় আছে বলে জানান ইউক্রেইনের আইনজীবীরা।
মস্কো অবশ্য তাদের বাহিনীর হাতে বেসামরিক ইউক্রেইনীদের নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
শুনানির সময় একজন অনুবাদক শিশিমারিনকে রুশ ভাষায় সবকিছু বুঝিয়ে দিয়েছেন।
শিশিমারিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২৮ ফেব্রুয়ারি পূর্বের সুমি অঞ্চলের চুপাকহিভকা গ্রামের কাছে সাইকেল চালিয়ে আসতে থাকা এক বেসামরিক নাগরিককে হত্যা করেন।
বিবিসি জানায়, বুধবার আদালতের একটি ছোট্ট কক্ষে শিশিমারিনকে হাতকড়া পরিয়ে নিয়ে আসেন ভারী অস্ত্রসজ্জিত নিরাপত্তারক্ষীরা।
ইউক্রেইনে রুশ সেনার যুদ্ধাপরাধের বিচার শুরু
আইনজীবীরা বলেন, শিশিমারিন রাশিয়ার একটি ট্যাঙ্ক বহরের একটি ইউনিটের নেতৃত্বে ছিলেন যখন তার ইউনিটির উপর পাল্টা হামলা হয়।
তিনি এবং আরো চার সেনা একটি গাড়ি চুলি করে সেখান থেকে পালিয়ে যান। চুপাকহিভকা গ্রামের কাছ দিয়ে যাওয়ার সময় তারা বাইসাইকেলে থাকা একজন বৃদ্ধকে গুলি করে হত্যা করে।
আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, শিমিমারিনই ওই ব্যক্তিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং এজন্য একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেন।
ক্রেমলিনের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, তাদের এই মামলার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
শিশিমারিন দোষ স্বীকার করলেও তার বিরুদ্ধে আদালতের রায় এখনো আসেনি। ওই মামলার বিচার কাজ আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেছে।
আদালত কক্ষে যা হয়েছে:
বিবিসি জানায়, এদিন আদালতকক্ষে শিশিমারিনকে খানিকটা ভীত দেখাচ্ছিল। তিনি বেশিরভাগ সময় মাথা নিচু করে ছিলেন এবং কাঁচের ওপার থেকে অনুবাদকের কথা মন দিয়ে শুনছিলেন।
তার কয়েক মিটার দূরে নিহত ব্যক্তির বিধবা স্ত্রী বসেছিলেন। শিশিমারিনকে যখন আদালত কক্ষে নিয়ে আসা হচ্ছিল তখন তিনি চোখ মুছছিলেন।
বিচারক শিশিমারিনের দিকে তাকিয়ে বলেন, ‘‘আপনি কী আপনার অপরাধ স্বীকার করেছেন?
শিশিমারিন বলেন, ‘‘হ্যাঁ।”
বিচারপক: সম্পূর্ণ রূপে?
শিশিমারিন: হ্যাঁ।
-
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন একনাথ শিন্ধে
-
প্রায় আড়াই বছর পর চীনা মূল ভূখন্ডের বাইরে প্রেসিডেন্ট শি
-
স্নেক আইল্যান্ড থেকে সরে গেছে রুশ বাহিনী
-
নেটো সেনা নিয়ে ফিনল্যান্ড-সুইডেনকে পুতিনের হুঁশিয়ারি
-
পুতিন এখনও ইউক্রেইনের বেশিরভাগই দখলে নিতে চান: যুক্তরাষ্ট্র
-
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ধে: ঘোষণা ফড়নবীশের
-
মণিপুরে ভূমিধসে ৭ মৃত্যু, ৫৫ নিখোঁজ
-
নেটোর সম্মেলনের পর আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া
-
প্রায় আড়াই বছর পর চীনা মূল ভূখন্ডের বাইরে প্রেসিডেন্ট শি
-
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিন্ধে, উপ-মুখ্যমন্ত্রী হলেন ফড়নবীশ
-
স্নেক আইল্যান্ড থেকে সরে গেছে রুশ বাহিনী
-
পুতিন এখনও ইউক্রেইনের বেশিরভাগই দখলে নিতে চান: যুক্তরাষ্ট্র
-
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ধে, শপথ সন্ধ্যায়: ঘোষণা ফড়নবীশের
-
ফিনল্যান্ড -সুইডেনে নেটো সেনা পাঠালে জবাব দেবে রাশিয়া: পুতিন
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?