খারকিভের কাছে রুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেইনের সেনারা: গভর্নর
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022 08:43 PM BdST Updated: 16 May 2022 08:43 PM BdST
-
ছবি: রয়টার্স
ইউক্রেইনের খারকিভ অঞ্চলের গভর্নর বলেছেন, ইউক্রেইন বাহিনী খারকিভের কাছে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে অঞ্চলটিকে রক্ষা করেছে এবং রুশ সেনাদের পিছু হটিয়ে দিয়ে কিছু ইউক্রেইনীয় সেনা রাশিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে।
টেলিগ্রামে গভর্নর ওলেহ সিনেগুবভ বলেন, ১২৭ ব্রিগেডের ২২৭ ব্যাটেলিয়নের সেনারা ওই অঞ্চলে সীমান্ত চিহ্নিতকারী একটি প্রতীক পুনরুদ্ধার করেছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে রুশ হানাদারদের হাত থেকে ইউক্রেইনকে মুক্ত করেছে আমরা তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।
ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয়ও ওই ব্যাটেলিয়নের সেনাদের রুশ সীমান্তে পৌঁছে যাওয়ার দাবি করেছে এবং সেখানে একটি ফাঁড়ির নীল-হলুদ রঙের খুঁটি ঘিরে প্রায় ১২ জন সেনা দাঁড়িয়ে থাকার ছবিও প্রকাশ করেছে।
তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে ইউক্রেইনের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি এবং ঠিক কতজন সেনা সেখানে পৌঁছেছে তাও স্পষ্ট করে জানাতে পারেনি।
ইউক্রেইনের দাবি সত্য হলে বলা যায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রুশ সেনাদের হটিয়ে দেওয়ার অভিযানে ইউক্রেইনের পাল্টা আক্রমণ উত্তোরত্তর সফল হচ্ছে। পশ্চিমা কর্মকর্তারা পূর্ব ইউক্রেইনে দনবাসের লড়াইয়ে রাশিয়ার অগ্রগতি থমকে গেছে বলে মন্তব্য করার পর ইউক্রেনীয় সেনাদের রুশ সীমান্তে পৌঁছার এই খবর এল।
পশ্চিমা সামরিক জোট নেটোর উপ-মহাসচিব রোববার বলেছেন, রাশিয়ার নৃশংস আগ্রাসন গতি হারাচ্ছে। ইউক্রেইন যুদ্ধ জয় করতে পারবে এমন বিশ্বাস রাখেন বলেও জানান তিনি।
গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেইনীয় বাহিনী কয়েক দফা লড়াইয়ে সফল হয়েছে। রাজধানী কিইভ থেকে বাধ্য হয়ে আগেই সরে যেতে হয়েছে রুশ সেনাদের। এখন খারকিভ থেকেও পিছু হটেছে রাশিয়া।
-
নেটোতে যোগ দিতে চুক্তি সই করল ফিনল্যান্ড-সুইডেন
-
ইউরোপজুড়ে অভিযানে মানব পাচারের সন্দেহে ১৩০ জন গ্রেপ্তার
-
হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ করল ভারত
-
লুহানস্ক ছেড়ে এখন দোনেৎস্ক বাঁচাতে নজর ইউক্রেইন বাহিনীর
-
খরায় উত্তর ইতালিতে জরুরি অবস্থা জারি
-
বাচ্চার দুধ কেনার টাকাও নেই, শ্রীলঙ্কায় লঙ্গরখানায় বাড়ছে মুখ
-
অস্ট্রেলিয়ায় বন্যার অবনতি, সিডনি থেকে সরছে আরও কয়েক হাজার
-
শিকাগোতে কুচকাওয়াজে গুলি, সন্দেহভাজন আটক
-
নেটোতে যোগ দিতে চুক্তি সই করল ফিনল্যান্ড-সুইডেন
-
ইউরোপজুড়ে অভিযানে মানব পাচারের সন্দেহে ১৩০ জন গ্রেপ্তার
-
হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ করল ভারত
-
লুহানস্ক ছেড়ে এখন দোনেৎস্ক বাঁচাতে নজর ইউক্রেইন বাহিনীর
-
খরায় উত্তর ইতালিতে জরুরি অবস্থা জারি
-
‘নতুন বৌ নিয়ে সামরিক হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন’ তালেবান কমান্ডার
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার