নেটো সদস্য হতে আবেদন করবে ফিনল্যান্ড, নিশ্চিত করলেন প্রেসিডেন্ট
>> রয়টার্স
Published: 15 May 2022 09:23 PM BdST Updated: 15 May 2022 09:23 PM BdST
-
ছবি: রয়টার্স
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো নিশ্চিত করে জানিয়েছেন, পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে তার দেশ।
রোববার তিনি একথা জানান। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের মুখে ফিনল্যান্ড তাদের নীতির ঐতিহাসিক পরিবর্তন ঘটিয়ে নেটোতে যোগ দিতে চলেছে।
ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩০০ কিলোমিটার বিস্তীর্ণ সীমান্ত আছে।
ফিনল্যান্ডের নেটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মস্কো বলেছে, “এটি ভুল পদক্ষেপ। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।”
নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং নেটোতে যোগ দেওয়ার পক্ষে জনমত বাড়তে থাকার কারণে সুইডেনও এ জোটের সদস্য হওয়ার আবেদন করতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্তো ও প্রধানমন্ত্রী সানা মারিন বলেছিলেন, নেটো সদস্যপদের পক্ষে তাদের অবস্থান।
একথার মধ্য দিয়েই তারা নেটো সদস্যপদের জন্য ফিনল্যান্ডের আবেদনের সবুজ সংকেত দিয়ে দেন। এরপরই প্রেসিডেন্ট নিনিস্তো আবেদনের সিদ্ধান্ত পাকাপাকিভাবে জানালেন।
হেলসিঙ্কিতে প্রেসিডেন্ট প্রাসাদে সাংবাদিকদেরকে তিনি বলেন, “আজ আমরা (প্রেসিডেন্ট ও সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি) সিদ্ধান্ত নিয়েছি, ফিনল্যান্ড নেটো সদস্যপদের জন্য আবদেন করবে।”
শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন নিনিস্তো। এসময় তিনি নেটোতে যোগদান নিয়ে ফিনল্যান্ডের পরিকল্পনার কথা জানান। পুতিন বলেছেন, এমন পদক্ষেপ রুশ-ফিনিশ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সুইডেন ও ফিনল্যান্ডের নেটো সদস্য হওয়া নিয়ে আপত্তি করছেন। ফিনিশ প্রেসিডেন্ট বলেছেন, বিষয়টি নিয়ে তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
নেটো জোটভুক্ত দেশ তুরস্ক ফিনল্যান্ডের সদস্যপদের আবেদনে ভেটো দিতে পারে। তুরস্কের এই আপত্তির বিষয়ে প্রশ্ন করা হলে নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, জোটের সদস্যরা একটি মতৈক্যে পৌঁছতে পারবে বলে তিনি আস্থাশীল।
স্টলটেনবার্গ বলেন, ফিনল্যান্ড এবং সুইডেন দুই দেশের জন্যই নেটোর দ্বার খোলা আছে এবং তাদের এই জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত ‘ঐতিহাসিক’।
-
যেভাবে বিদায় হতে পারে জনসনের
-
দুই বছর পর বড় পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু
-
রাশিয়াকে ঘাঁটানো বোকামি হবে, যুক্তরাষ্ট্রকে মেদভেদেভ
-
জ্বালানি কিনতে পুতিনের সাহায্য চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
-
সুইডেনে রাজনৈতিক উৎসবে ছুরিকাঘাতে নারী নিহত
-
মর্গেও গুলিবিদ্ধ কৃষ্ণাঙ্গ যুবকের মৃতদেহে হাতকড়া পরানো ছিল
-
শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
-
যুক্তরাষ্ট্রের উন্নত দুই রকেট ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার
-
রাশিয়াকে ঘাঁটানো বোকামি হবে, যুক্তরাষ্ট্রকে মেদভেদেভ
-
দুই বছর পর বড় পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু
-
সুইডেনে রাজনৈতিক উৎসবে ছুরিকাঘাতে নারী নিহত
-
জ্বালানি কিনতে পুতিনের সাহায্য চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
-
মর্গেও গুলিবিদ্ধ কৃষ্ণাঙ্গ যুবকের মৃতদেহে হাতকড়া পরানো ছিল
-
ভারত-চীন থেকে তিন মাসে রাশিয়ার আয় ২৪০০ কোটি ডলার
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি