কোভিড লকডাউন: সাংহাইয়ে খুলছে মল, দোকানপাট

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কয়েক সপ্তাহ ধরে কঠোর লকডাউনে থাকা চীনের অর্থনৈতিক ও নির্মাণ হাব সাংহাইয়ে শপিং মল ও সেলুনসহ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শহরটির কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2022, 05:41 AM
Updated : 15 May 2022, 05:41 AM

সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাংহাইয়ের ভাইস মেয়র।

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চীনা এ শহরটি ৬ সপ্তাহেরও বেশি সময় সময় ধরে লকডাউনে আছে; ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্ত ধাক্কা দিতে সম্প্রতি শহরটির কিছু অংশে কড়াকড়িও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভাইস মেয়র চেন টং বলেছেন, শপিং মল, মুদি দোকান ও সুপারমার্কেটগুলো তাদের কার্যক্রম শুরু করতে পারবে, ক্রেতাদের ‘সুশৃঙ্খলভাবে’ কেনাকাটার অনুমতি দেওয়া হবে। চুল কাটার সেলুন ও সব্জি বাজারও সীমিত আকারে খুলে দেওয়া হবে।

সাংহাইয়ে কঠোর লকডাউনের মধ্যে এতদিন বাসিন্দারা কেবল অতি প্রয়োজনীয় কেনাকাটাই করতে পারতেন, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে স্বাভাবিক কেনাকাটাও স্থগিত ছিল।

শহর কর্তৃপক্ষ শিগগিরই তৃতীয় ‘শ্বেত তালিকা’ প্রকাশ করতে যাচ্ছে বলেও জানিয়েছেন এক কর্মকর্তা। ওই তালিকায় আমদানি-রপ্তানিতে জড়িত ৮২০টির বেশি কোম্পানির নাম থাকতে পারে, যাদেরকে ফের তাদের কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হবে।