সুইডেন ও ফিনল্যান্ডের নেটোতে যোগ দেওয়ার ‘পক্ষে নয়’ তুরস্ক
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2022 04:38 PM BdST Updated: 14 May 2022 04:38 PM BdST
-
তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার পরিকল্পনার পক্ষে নয় তুরস্ক।
নর্ডিক এসব দেশগুলো ‘অনেক সন্ত্রাসী সংগঠনের ঠিকানা’ হওয়ায় নেটো সদস্য তুরস্কের পক্ষে তাদের পরিকল্পনা সায় দেওয়া সম্ভব নয় বলে শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭০ বছর আগে নেটোতে যোগ দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটির বৃদ্ধিতে তুরস্ক সমর্থন দিয়ে এসেছে, কিন্তু এবার তাদের বিরোধিতা সুইডেন ও ফিনল্যান্ডের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে কারণ নতুন সদস্য গ্রহণ করতে সব সদস্যের সম্মতি প্রয়োজন।
কুর্দি গোষ্ঠী পিকেকে ও ওয়াইপিজিসহ আঙ্কারা সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে এমন গোষ্ঠীগুলোর বিষয়ে সুইডেন ও পশ্চিম ইউরোপের দেশগুলোর ভূমিকার বারবার নিন্দা করে আসছে তুরস্ক। তুরস্কের মুসলিম ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন ও তার অনুসারীদের যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়েও অসন্তুষ্ট দেশটি। আঙ্কারার অভিযোগ, গুলেনপন্থিরা ২০১৬ সালে অভ্যুত্থানের চেষ্টা করেছিল; তবে গুলেন ও তার সমর্থকরা এ অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার ফিনল্যান্ড জানায়, তারা নেটো সদস্য পদের জন্য আবেদন করার পরিকল্পনা করেছে। সুইডেনও তাদের অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার সীমান্ত ঘিরে নেটোর সম্প্রসারণে বাধা দেওয়ার লক্ষ্যেই প্রতিবেশী ইউক্রেইনে আক্রমণ করেছে রাশিয়া।
ইস্তাম্বুলে এরদোয়ান বলেন, “সুইডেন ও ফিনল্যান্ডে যা ঘটছে তার দিকে নজর রাখছি আমরা, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গী ইতিবাচক নয়।”
এর আগে গ্রিসকে সদস্য হিসেবে গ্রহণ করে নেটো ভুল করেছে বলে মন্তব্য করেন তিনি।
“তুর্কি হিসেবে আমরা একই ধরনের ভুলের পুনরাবৃত্তি ঘটাতে চাই না। আর স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতো সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য অতিথিশালা। এমনকি তারা (সংগঠনগুলোর নেতারা) কিছু দেশের পার্লামেন্টেরও সদস্য। এদের সমর্থন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়,” বলেন তিনি।
এর প্রতিক্রিয়ায় সুইডেন ও ফিনল্যান্ড বলেছে, এ বিষয়ে তারা তুরস্ক সরকারের সঙ্গে কথা বলবে।
শনিবার জার্মানিতে নেটোর এক বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোলোর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী আন লিনদে ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো।
নেটোর মহাসচিব ইয়েন্স স্তোলতেনবার্গ বলেছেন, নেটো জোটে ফিনল্যান্ডকে ‘উষ্ণতার সঙ্গে স্বাগত’ জানানো হবে। ফিনল্যান্ডকে ‘মসৃণ ও দ্রুত’ যোগদান প্রক্রিয়ায় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এরদোয়ানের মন্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তুরস্ক ‘গুরুত্বপূর্ণ নেটো মিত্র’ এবং ‘রাশিয়া ও ইউক্রেইনের সংলাপ অব্যাহত রাখার চেষ্টায় তারা সহায়তা করছে ও ভূমিকা রেখে চলেছে’।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস সচিব জন কারবি বলেছেন, “আমরা এখানে (তুরস্কের) অবস্থান আরও ভালোভাবে স্পষ্ট করে তোলার জন্য কাজ করছি।”
আরও খবর:
ফিনল্যান্ডকে হুঁশিয়ারি মস্কোর, রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত করার দাবি ইউক্রেইনের
নেটোতে যোগ দিতে আগ্রহী ফিনল্যান্ড, খারকিভে ‘পিছু হটছে’ রুশরা
নেটো সদস্যপদ: গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান সুইডিশ প্রধানমন্ত্রীর
সুইডেন, ফিনল্যান্ড নেটোতে গেলে বাল্টিকে পরমাণু অস্ত্র মোতায়েনের হুমকি রাশিয়ার
নেটোতে যোগদানের সিদ্ধান্ত কয়েক সপ্তাহেই: ফিনল্যান্ড
নেটোতে যোগদানের বিরুদ্ধে সুইডেন-ফিনল্যান্ডকে রাশিয়ার হুঁশিয়ারি
-
ভারতে বছরে ২৩ লাখ মানুষের মৃত্যুর কারণ দূষণ
-
ইউক্রেইনে যুদ্ধাপরাধের প্রথম মামলায় রুশ সেনার দোষ স্বীকার
-
এ সপ্তাহেই ফিনল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হতে পারে
-
মুক্তি পেলেন রাজীব গান্ধী হত্যায় যুক্ত পেরারিভালান
-
ঋণখেলাপি হচ্ছে শ্রীলঙ্কা, জ্বালানি কেনার অর্থ নেই
-
আজভস্তাইলে আরও প্রায় ৭০০ যোদ্ধা আত্মসমর্পণ করেছে: রাশিয়া
-
ভারতের আসামে বন্যায় ঘরবাড়ি ছেড়েছে ৫ লাখ মানুষ, ৭ মত্যু
-
নেটোতে যুক্ত হতে আনুষ্ঠানিক আবেদন ফিনল্যান্ড-সুইডেনের
-
ভারতে বছরে ২৩ লাখ মানুষের মৃত্যুর কারণ দূষণ
-
এ সপ্তাহেই ফিনল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হতে পারে
-
ইউক্রেইনে যুদ্ধাপরাধের প্রথম মামলায় রুশ সেনার দোষ স্বীকার
-
মুক্তি পেলেন রাজীব গান্ধী হত্যায় যুক্ত পেরারিভালান
-
ঋণখেলাপি হচ্ছে শ্রীলঙ্কা, জ্বালানি কেনার অর্থ নেই
-
আজভস্তাইলে আরও প্রায় ৭০০ যোদ্ধা আত্মসমর্পণ করেছে: রাশিয়া
সর্বাধিক পঠিত
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- ‘খুঁজে পেতে কষ্ট’, সব মাদ্রাসায় সাইনবোর্ড ঝুলানোর নির্দেশ