জেরুজালেমে সাংবাদিক শিরীনের শবযাত্রার শুরুতে সংঘর্ষ
>>রয়টার্স
Published: 14 May 2022 01:00 AM BdST Updated: 14 May 2022 01:00 AM BdST
জেরুজালেমে আল জাজিরার জ্যেষ্ঠ সাংবাদিক শিরীন আবু আকলেহর শেষকৃত্যের জন্য তার মৃতদেহ একটি চার্চে নিয়ে যাওয়ার শুরুতেই শোকাহত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার ইসরায়েল-অধিকৃত পূর্ব জেরুজালেমের সেন্ট জোসেফ হাসাতাল প্রাঙ্গণে শিরীন হত্যার প্রতিবাদে স্লোগান দিয়ে পতাকা উড়ায় ফিলিস্তিনিরা। তখনই একদল মুখোশধারী ইসরায়েলি পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
টিভি ফুটেজে দেখা গেছে, সাংবাদিক শিরীনের কফিন বহনকারী ফিলিস্তিনিরা স্লোগান দিচ্ছে। তাদের ভিড়ের মধ্যে লাঠিচার্জ করে ইসরায়েলি পুলিশ। এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে ধাক্কাধাক্কিতে কফিনটি পড়ে যাওয়ার উপক্রম হয়।
ইসরায়েলি পুলিশ সদস্যদের লাঠিচার্জের জবাবে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় ক্ষুব্ধ ফিলিস্তিনিদের। এই সহিংস পরিস্থিতি আবু আকলেহ হত্যার ঘটনায় ফিলিস্তিনিদের বাড়তে থাকা ক্ষোভই সামনে নিয়ে এসেছে। এ থেকে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করার আশঙ্কাও সৃষ্টি হয়েছে।
আবু আকলেহ দু’দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের নানা বিষয় এবং মধ্যপ্রাচ্য নিয়ে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। গত বুধবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর একটি অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন শিরিন আবু আকলেহ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
ফিলিস্তিন কর্র্তপক্ষ আবু আকলেহ হত্যার জন্য ইসরায়েলি বাহিনীকে দোষারোপ করেছে। ইসরায়েল সরকার প্রাথমিকভাবে ফিলিস্তিনিদের গুলিতে শিরীন মারা গিয়ে থাকতে পারেন বলে দোষারোপ করেছে। তবে ইসরায়েলের গুলিতে শিরীনের মারা যাওয়ার সম্ভাবনাও নাকচ করেননি কর্মকর্তারা।
শুক্রবার সংঘর্ষের বিষয়ে ইসরায়েলি পুলিশ বলেছে, দাঙ্গাকারী ফিলিস্তিনিরা হাসপাতাল প্রাঙ্গণে পাথর ছুড়ছিল। সেকারণে পুলিশ এর জবাব দিতে বাধ্য হয়েছে। এ বিষয়ে ফিলিস্তিনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কয়েক মিনিট পর আবু আকলেহর কফিন একটি যানে তোলা হয় জেরুজালেমের ওল্ড সিটির ক্যাথেড্রালে নেওয়ার জন্য। সেখানে পরে শেষকৃত্য শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
-
ডলারের বিপরীতে আরো শক্তিশালী রুবল
-
সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
-
ইউক্রেইনের গম বের করে আনতে মস্কোকে আলোচনার প্রস্তাব ইইউর
-
বিশ্ব অন্ধকার সময়ের মুখোমুখি: বাইডেন
-
চিনি রপ্তানিতেও লাগাম টানার ভাবনা ভারতের
-
বিমানবন্দর চালাতে আমিরাতের সঙ্গে চুক্তি করছে তালেবান
-
ভারত-পাকিস্তানের তাপদাহে ‘রসদ যোগাচ্ছে জলবায়ু পরিবর্তন’
-
মিয়ানমার উপকূলে নৌযান ডুবে ১৪ রোহিঙ্গার মৃত্যু, বহু নিখোঁজ
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন