পুয়ের্তো রিকোর কাছে অভিবাসন প্রত্যাশীদের নৌযান উল্টে ১১ মৃত্যু
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2022 12:05 PM BdST Updated: 13 May 2022 12:05 PM BdST
-
পুয়ের্তো রিকোর কাছে অভিবাসন প্রত্যাশীদের বহন করা নৌযান উল্টে যাওয়ার পর সেখানে মার্কিন কোস্ট গার্ডের উদ্ধারকারী জলযান। ছবি: রয়টার্স
-
ঘটনাস্থলে মার্কিন কোস্ট গার্ডের হেলিকপ্টার। ছবি: রয়টার্স
পুয়ের্তো রিকোর কাছে অভিবাসন প্রত্যাশীদের বহন করা একটি নৌযান উল্টে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
সাম্প্রতিক সময়ে সমুদ্রে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে মার্কিন উপকূলে পৌঁছার চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ক্রমাগত বাড়তে দেখা যাচ্ছে, তার মধ্যেই এ ১১ জনের ডু্বে মরার ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুয়ের্তো রিকোর দেশেচেও দ্বীপের ১০ নটিকাল মাইল দূরে ওই উল্টে যাওয়া নৌযানটি শনাক্ত হয়; উল্টানোর আগে তাতে কত আরোহী ছিল তা জানা যায়নি।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩১ আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে টুইটারে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড। উদ্ধার অভিযান অব্যাহত আছে।
মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগের এক মুখপাত্র জেফরি কুইননসের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, উল্টে যাওয়া নৌযানের বেশিরভাগ আরোহীই ছিলেন হাইতির নাগরিক, তবে উদ্ধার পাওয়াদের মধ্যে ডমিনিকান রিপাবলিকেরও দুজন আছেন।

ঘটনাস্থলে মার্কিন কোস্ট গার্ডের হেলিকপ্টার। ছবি: রয়টার্স
কুইননস পরে জানান, অভিবাসন প্রত্যাশীবোঝাই নৌযানটি ডমিনিকান রিপাবলিক থেকে যাত্রা করেছিল, বিপজ্জনক মোনা প্যাসেজের ভেতর দিয়ে পুয়ের্তো রিকোর পশ্চিম পাশে যাওয়ার পথে এটি উল্টে যায়।
তিনি আরও জানান,উদ্ধার পাওয়াদের পুয়ের্তো রিকোয় নিয়ে যাওয়া হয়েছে আর তাদের মধ্যে ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
-
ইউক্রেইনের গম বের করে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুরস্ক
-
পশ্চিমা কোম্পানির রাশিয়া ছেড়ে যাওয়া আটকাতে আসছে নতুন আইন
-
ইরানকে ৫০ লাখ টন গম ও শস্য দিচ্ছে রাশিয়া
-
জনসনের লকডাউন পার্টিতে মাতলামি, বমি; হাতাহাতিও হয়েছিল
-
খারসন, জেপোরোজিয়ার বাসিন্দাদের নাগরিকত্ব, পাসপোর্ট দেবে রাশিয়া
-
গোলা নেই, ইউক্রেইনকে ট্যাংক দিতে দেরি হচ্ছে জার্মানির
-
নির্বাচন ঘোষণার জন্য সরকারকে ৬ দিনের আল্টিমেটাম ইমরানের
-
জ্বালানির ভর্তুকি তুললে আইএমএফের ৯০ কোটি ডলার পাবে পাকিস্তান
-
ইরানকে ৫০ লাখ টন গম ও শস্য দিচ্ছে রাশিয়া
-
ইউক্রেইনের গম বের করে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুরস্ক
-
পশ্চিমা কোম্পানির রাশিয়া ছেড়ে যাওয়া আটকাতে আসছে নতুন আইন
-
খারসন, জেপোরোজিয়ার বাসিন্দাদের নাগরিকত্ব, পাসপোর্ট দেবে রাশিয়া
-
জ্বালানির ভর্তুকি তুললে আইএমএফের ৯০ কোটি ডলার পাবে পাকিস্তান
-
গোলা নেই, ইউক্রেইনকে ট্যাংক দিতে দেরি হচ্ছে জার্মানির
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- দেখিয়ে দিতে চান আজার
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া