এক রাতেই ৫০০ ইউক্রেইনীয় সেনা নিহত, দাবি রাশিয়ার

ইউক্রেইনে হামলায় এক রাতে ৫০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2022, 11:44 AM
Updated : 26 April 2022, 11:44 AM

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেইনের ৮৭টি সামরিক নিশানায় বিমান বাহিনীর হামলায় এই ৫০০ সেনা নিহত হয়েছে।

খারকিভ অঞ্চলের দুটি অস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে।

ইউক্রেইনীয় সশস্ত্র বাহিনীর একটি সংরক্ষণাগার এবং মেরামতের ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করা হয়েছে এই ভিডিওতে।

ভিডিওয় সামরিক ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান দেখা গেছে। এগুলোর মধ্যে গোলাবারুদ, অস্ত্র, এবং ইউক্রেইনীয় সামরিক বাহিনীর অন্যান্য সরঞ্জাম আছে বলে জানানো হয়।

বিবিসি এইসব দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি।