রাষ্ট্রীয় মর্যাদায় ‘গানের পাখিকে’ বিদায় জানাল ভারত
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2022 05:50 PM BdST Updated: 06 Feb 2022 10:04 PM BdST
ভক্ত-অনুরাগীদের শ্রদ্ধা আর ভালোবাসার অশ্রুতে সিক্ত হয়ে ইহলোক থেকে অনন্তের পথে যাত্রা করেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রোববার রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
লতা মঙ্গেশকর দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতানুরাগীদের সুরের মায়াজালে বেঁধে রেখেছিলেন। যাকে ‘নাইটিংগেল অব বলিউড’ ডাকা হতো।
ভারতী সিনেমা জগতের ‘আইকন’ প্লেব্যাক শিল্পী লতা মঙ্গেশকর ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকেসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
ভারতের কিংবদন্তি এ শিল্পী রোববার স্থানীয় সময় সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। কোভিডে আক্রান্ত হলে প্রায় চার সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। তিনি বলেন, ‘‘এ খবরে বিশ্বজুড়ে তার লাখো অনুরাগীর মত আমারও হৃদয় ভেঙ্গে গিয়েছে। প্রজন্মের পর প্রজন্ম তার গানের মধ্য দিয়ে নিজেদের অন্তরের আবেগ প্রকাশ করেছে।”
লতা মঙ্গেশকরের মৃত্যুতে ‘তৈরি হওয়া শূন্যতা কখনো পূরণ হবে না’, বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইটারে মোদী লেখেন, ‘‘মুম্বাইয়ে লতা দিদিকে শেষ শ্রদ্ধা জানালাম।’’
Paid my last respects to Lata Didi in Mumbai. pic.twitter.com/3oKNLaMySB
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
ভারতরত্ন লতাকে শেষ শ্রদ্ধা জানাতে রোববার বিকালেই মু্ম্বাই উড়ে যান প্রধানমন্ত্রী মোদী। সর্বস্তরের জনগণকে শেষশ্রদ্ধা জানানোর সুযোগ দিতে রোববার বিকালে লতা মঙ্গেশকরের মৃতদেহ মুম্বাইয়ের শিবাজি পার্কে ঘণ্টাখানেকের জন্য রাখা হয়। নরেন্দ্র মোদী সেখানেই তাকে ফুল দিয়ে শেষশ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে একে একে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, গীতিকার জাভেদ আখতার, ড্রিম গার্ল হেমা মালিনী, ক্রিকেটার শচীন টেন্ডুলকার, বলিউড অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও বিদ্যা বালান, গায়িকা অনুরাধা পাড়োয়ালসহ আরো অনেকে প্রিয় লতাদি’র মৃতদেহের প্রতি শেষশ্রদ্ধা জানান।
সবার শ্রদ্ধা জ্ঞাপন শেষে ভারতের তিন বাহিনীর সদস্যরা লতা মঙ্গেশকরের মৃতদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানান এবং তার পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
তার পরপরই হিন্দু রীতি মেনে দাহকাজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। লতা মঙ্গেশকরের বড় ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে আদিত্য মঙ্গেশকর তার মুখাগ্নি করেন।
দিদি, আমার সবচেয়ে বড় উপহার তো আপনি: লতার স্মরণে রুনা
লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সর্বকালের অন্যতম সেরা এই সংগীত শিল্পীর সম্মানে ভারতের জাতীয় পতাকা দুই দিন অর্ধনমিত রাখা হবে।
শোক প্রকাশ করে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগামী ১৫ দিন রাজ্যে বাজবে লতার গাওয়া গান।
দীর্ঘ ক্যারিয়ারে হাজারের বেশি সিনেমায় গান করেছেন লতা। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষার পাশাপাশি বিদেশি ভাষাতেও তিনি গান করেছেন।
১৯৪১ সালে রেডিওতে গানের মাধ্যমে ভারতের সংগীত জগতে পা রাখা লতা মঙ্গেশকরের মোট গানের সংখ্যা ৫০ হাজারের বেশি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দিয়ে, তার সঙ্গে স্মৃতির কথা লিখে, কিংবা তার কাছে অনুপ্রেরণা পাওয়ার কথা জানিয়ে শোক প্রকাশ করছেন ভারতের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা।
টুইটারে লতার সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে সুরকার এ আর রহমান লিখেছেন, “ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রার্থনা।”
Love, respect and prayers @mangeshkarlata pic.twitter.com/PpJb1AdUdc
— A.R.Rahman (@arrahman) February 6, 2022
পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন।
এক টুইটে তিনি লেখেন, ‘‘লতা মঙ্গেশকরের মৃত্যুর মধ্য দিয়ে এই উপমহাদেশ একজন সত্যিকারের মহান শিল্পীকে হারালো যাকে পুরো বিশ্ব জানতো। পৃথিবীর অসংখ্য মানুষ তার গানের মাঝে আনন্দ খুঁজে নেন।”
With the death of Lata Mangeshkar the subcontinent has lost one of the truly great singers the world has known. Listening to her songs has given so much pleasure to so many people all over the world.
— Imran Khan (@ImranKhanPTI) February 6, 2022
-
ভারতের মনিপুরে ভূমিধসে নিহত ১৪, নিখোঁজ অর্ধশতাধিক
-
তিন লক্ষাধিক সেনা উচ্চ সতর্কাবস্থায় রাখবে নেটো
-
‘পুতিন যদি নারী হতেন’ মন্তব্যের পাল্টা জবাব দিলেন পুতিন
-
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন একনাথ শিন্ধে
-
প্রায় আড়াই বছর পর চীনা মূল ভূখন্ডের বাইরে প্রেসিডেন্ট শি
-
স্নেক আইল্যান্ড থেকে সরে গেছে রুশ বাহিনী
-
নেটো সেনা নিয়ে ফিনল্যান্ড-সুইডেনকে পুতিনের হুঁশিয়ারি
-
পুতিন এখনও ইউক্রেইনের বেশিরভাগই দখলে নিতে চান: যুক্তরাষ্ট্র
-
ভারতের মনিপুরে ভূমিধসে নিহত ১৪, নিখোঁজ অর্ধশতাধিক
-
‘পুতিন যদি নারী হতেন’ মন্তব্যের পাল্টা জবাব দিলেন পুতিন
-
রাশিয়াকে মোকাবেলায় ৩ লক্ষাধিক সেনা প্রস্তুত রাখবে নেটো
-
প্রায় আড়াই বছর পর চীনা মূল ভূখন্ডের বাইরে প্রেসিডেন্ট শি
-
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিন্ধে, উপ-মুখ্যমন্ত্রী হলেন ফড়নবীশ
-
স্নেক আইল্যান্ড থেকে সরে গেছে রুশ বাহিনী
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’