বাইডেনের পিটসবার্গ পরিদর্শনের আগে সেতু ধসে আহত ১০
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2022 02:13 PM BdST Updated: 29 Jan 2022 02:52 PM BdST
-
একটি পাহাড়ি খাদের ওপর থাকা সেতুটি ধসে পড়ার সময় সেখানে একটি বাসসহ ছয়টি গাড়ি ছিল। ছবি: রয়টার্স
-
প্রেসিডেন্ট বাইডেন পিটসবার্গ শহর পরিদর্শনে যাওয়ার সময় রাস্তায় থেমে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পেনসিলভেইনিয়ার পিটসবার্গ শহর পরিদর্শনে যাওয়ার কয়েক ঘণ্টা আগে সেখানে একটি সেতু ধসে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
একটি পাহাড়ি খাদের ওপর থাকা সেতুটি ধসে পড়ার সময় সেখানে একটি বাসসহ ছয়টি গাড়ি ছিল বলে জানিয়েছে বিবিসি।
আহতদের আঘাত গুরুতর নয় এবং তাদের মধ্যে মাত্র তিন জনকে হাসপাতালে নিতে হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টার পর কোনো এক সময় ফোর্বস অ্যাভিনিউয়ের অর্ধ শতাব্দী পুরানো তুষার আচ্ছাদিত ফার্ন হোলো সেতুটি ধসে পড়ে।
এর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট বাইডেন পিটসবার্গ শহর পরিদর্শনে যাওয়ার সময় সেখানে থেমে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
পিটসবার্গের দমকল বাহিনীর প্রধান ড্যারেল জোন্স জানিয়েছেন, উদ্ধারকারীরা দুর্ঘটনায় পড়া লোকজনকে উদ্ধারে মানবশিকল ও ১০০ ফুটেরও বেশি লম্বা দড়ি ব্যবহার করেছে।
ঘটনাস্থলে উদ্ধারকারী কুকুর ও ড্রোনও দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে।
খাদ থেকে উদ্ধারের পর বাস চালক ড্যারিল লুসিয়ানি বলেন, “মনে হচ্ছিল বাসটি অনেকক্ষণ ধরে কাঁপছে ও লাফাচ্ছে, কিন্তু সম্ভবত এক মিনিটেরও কম সময়ের মধ্যে বাসটি থেমে যায়। বাসের কেউ আঘাত পায়নি বলে আশ্বস্তবোধ করছি।”

প্রেসিডেন্ট বাইডেন পিটসবার্গ শহর পরিদর্শনে যাওয়ার সময় রাস্তায় থেমে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি: রয়টার্স
কী কারণে সেতুটি ধসে পড়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। পিটসবার্গের মেয়র এড গেইনি জানিয়েছেন, সেপ্টেম্বরেও সেতুটি পরিদর্শন করা হয়েছিল, কিন্তু ২০১৯ সালের মূল্যায়নে কাঠামোটি দুর্বল হয়ে যাচ্ছে এমন আভাস পাওয়া গিয়েছিল।
ইস্পাতের স্প্যানের এই সেতুটি ১৯৭০ সালে তৈরি করা হয়েছিল। গাড়ি নিয়ে পিটসবার্গের কেন্দ্রস্থলে যেতে এটি বহুল ব্যবহৃত একটি পথ ছিল।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে প্রায় ৪৫ হাজার সেতুর কাঠামো দুর্বল হয়ে পড়েছে, এর মধ্যে ৩ হাজারেরও বেশি সেতু আছে পেনসিলভেইনিয়ায়।
যুক্তরাষ্ট্রের জীর্ণ হয়ে পড়া রাস্তা ও সেতু মেরামতে নভেম্বরে ১১০ বিলিয়ন ডলারের একটি প্রস্তাবে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেছেন বাইডেন। যাকে তার মেয়াদের প্রথম বছরের বড় একটি অর্জন বলে বিবেচনা করা হচ্ছে।
ধসে পড়া সেতু পরিদর্শনের পর পিটসবার্গ থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে মিফলিনে দেওয়া এক ভাষণে বাইডেন বলেন, “আমি জানতাম না, পেনসিলভাইনিয়ার পিটসবার্গে যত সেতু আছে বিশ্বের আর কোনো শহরে এত সেতু নেই। আমরা সারাদেশের দুর্বল হয়ে পড়া সব সেতু মেরামত করতে যাচ্ছি। এটি কোনো রসিকতা নয়।”
-
খরচের বাজারে সঞ্চয় ভাঙছেন, কম খাচ্ছেন ভারতের অবসরপ্রাপ্তরা
-
ইমরানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, ১৭শ গ্রেপ্তার
-
নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
-
সোমালিয়ায় ক্ষুধার ‘কামড়ে’ মরছে শিশুরা
-
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড
-
‘গান লবির বিরুদ্ধে দাঁড়াতে’ নাগরিকদের প্রতি আহ্বান বাইডেনের
-
‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
-
মেক্সিকোতে হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ১১
-
খরচের বাজারে সঞ্চয় ভাঙছেন, কম খাচ্ছেন ভারতের অবসরপ্রাপ্তরা
-
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড
-
ইমরানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, ১৭শ গ্রেপ্তার
-
সোমালিয়ায় ক্ষুধার ‘কামড়ে’ মরছে শিশুরা
-
নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
-
‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প