রাশিয়ায় কোভিডে মৃত্যু ৭ লাখ ছাড়াল

রাশিয়ান ফেডারেশন ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিকস সার্ভিসের (রোসট্যাট) নতুন তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব জানাচ্ছে, রাশিয়ায় কোভিড-১৯ এ মৃত্যু ৭ লাখ ছাড়িয়ে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2022, 04:08 AM
Updated : 29 Jan 2022, 04:08 AM

শুক্রবার দেশটিতে মহামারীতে মৃত্যু দুঃখজনক এ মাইলফলক পার হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থাটি।

এ দিন রোসট্যাট জানিয়েছে, ডিসেম্বরে কোভিডে অথবা কোভিডজনিত কারণে দেশজুড়ে ৫৪ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে, এর আগে নভেম্বরে করোনাভাইরাসে মাসিক মৃত্যু রেকর্ড উচ্চতায় পৌঁছে ৯০ হাজারের কাছাকাছি চলে গিয়েছিল আর তাতে যুক্তরাষ্ট্রের পর মহামারীতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দেশ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া।

ডিসেম্বরের শেষ পর্যন্ত রোসট্যাটের পরিসংখ্যান এবং জানুয়ারির জন্য করোনাভাইরাস টাস্ক ফোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্সের করা হিসাবে মহামারীতে রাশিয়ায় মোট মৃত্যু ৭ লাখ ১ হাজার ৭০৩ জনে পৌঁছে গেছে।

রাশিয়ার মৃত্যু সংখ্যায় এখনও অতি দ্রুত ছড়ানো ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব উল্লেখযোগ্য হয়ে উঠেনি। তবে এই ভ্যারিয়েন্টের প্রভাবে জানুয়ারিতে দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে।  

শুক্রবার দেশটিতে ৯৮ হাজার ৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, এটি একদিনে দৈনিক রোগী শনাক্তের নতুন রেকর্ড বলে জানিয়েছে দেশটির করোনাভাইরাস টাস্ক ফোর্স। টানা আট দিন ধরে রাশিয়ায় সর্বোচ্চ নতুন রোগী শনাক্তের রেকর্ড হচ্ছে।