ইয়েমেনের মারিবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫, আহত ৩০
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2022 02:16 PM BdST Updated: 28 Jan 2022 02:16 PM BdST
-
ইয়েমেনের মারিব শহরের একটি রাস্তার সাধারণ চিত্র। ছবি: রয়টার্স
ইয়েমেনের মারিব শহরে এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
বুধবার রাতে হওয়া হামলাটির জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করেছে ইয়েমেনের সরকারপন্থি রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এসএবিএ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শহরটির একজন বাসিন্দা ও এক হাসপাতাল কর্মকর্তা জানিয়েছেন, বুধবার আল মাতার এলাকায় একটি সামরিক ভবনের পেছনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
ইয়েমেনের উত্তরাঞ্চলে সরকারপন্থিদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র শহর মারিব। এর পাশে তেল-গ্যাস সমৃদ্ধ একটি অঞ্চল রয়েছে। গত বছর এই অঞ্চলটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মারিবের দিকে এগোতে শুরু করে হুতি বিদ্রোহীরা, যারা ইরানের মিত্র হিসেবে পরিচিত।
দুই পক্ষই সামরিক অভিযান জোরদার করায় ইয়েমেনে লড়াই বন্ধে জাতিসংঘের নেওয়া উদ্যোগ বাধাগ্রস্ত হয়।
বৃহস্পতিবার রাতে দাতব্য সংস্থা সেইভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২৮ জন বেসামরিক নিহত বা আহত হয়েছে আর ইয়েমেনের লড়াইয়ে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানো হচ্ছে না, যা অবশ্যই দেখানো উচিত।
এক টুইটার পোস্টে তারা বলেছে, “চলমান লড়াইয়ের ভয়াবহতা থেকে বেসামরিকদের অবশ্যই রেহাই দিতে হবে।”
গত কয়েক সপ্তাহে সৌদি আরবে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সরকারপন্থিদের লড়াইয়ে সমর্থন দিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এই জোটের অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি দুটি নজিরবিহীন হামলা চালিয়েছে হুতিরা।
এর জেরে ইয়েমেনের হুতি এলাকাগুলোতে বিমান হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। ইয়েমেনের এক কারাগারে বাহিনীটির এমনই এক হামলায় প্রায় ৯০ জন নিহত হয়েছে।
-
ইউক্রেইনের শস্যবাহী রুশ জাহাজ আটক করল তুরস্ক
-
সীমান্তবর্তী শহরে হামলার জন্য ইউক্রেইনকে দুষল রাশিয়া
-
অস্ট্রেলিয়ায় বন্যা, হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ
-
কাশ্মীরের পুলিৎজার জয়ী ফটোসাংবাদিককে বিদেশে যেতে বাধা
-
পুরো লুহানস্ক অঞ্চল ‘মুক্ত’ করার দাবি রাশিয়ার
-
‘তাইওয়ান নিয়ে চীনকে গভীর পর্যবেক্ষণে রাখছে যুক্তরাষ্ট্র’
-
আর্জেন্টিনার অর্থমন্ত্রীর পদত্যাগ
-
বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৯
-
অস্ট্রেলিয়ায় বন্যা, হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ
-
ইউক্রেইনের শস্য ‘চুরি,’ রুশ কার্গো জাহাজ আটক করল তুরস্ক
-
সীমান্তবর্তী বেলগোরোদে হামলার জন্য ইউক্রেইনকে দুষল রাশিয়া
-
কাশ্মীরের পুলিৎজার জয়ী ফটোসাংবাদিককে বিদেশে যেতে বাধা
-
পুরো লুহানস্ক অঞ্চল ‘মুক্ত’ করার দাবি রাশিয়ার
-
তাইওয়ান নিয়ে চীনকে গভীর পর্যবেক্ষণে রাখছে যুক্তরাষ্ট্র: মার্কিন জেনারেল
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে