ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর কোভিড আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। করোনাভাইরাস পরীক্ষায় ফল ‘পজিটিভ’ এসেছে বলে জানিয়েছেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2022, 03:15 PM
Updated : 27 Jan 2022, 03:15 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইটে একথা জানিয়ে জয়শঙ্কর তার সংস্পর্শে আসা মানুষদেরকে সব ধরনের পূর্বসতর্কতা অবলম্বনের অনুরোধ জানান।

এনডিটিভি জানায়, এদিন সকালেই জয়শঙ্কর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন।

এরপরই টুইটারে তিনি বলেন, “করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের যাবতীয় সতর্কতা অবলম্বনের আর্জি জানাচ্ছি।”

সম্প্রতি কোভিড আক্রান্ত হয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তবে আপাতত তিনি সেরে উঠেছেন। বুধবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও তিনি যোগ দেন।